এক্সপ্লোর
জলপাইগুড়িতে জমি বিক্রির টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
জলপাইগুড়ি: জমি বিক্রির টাকা নিয়ে বচসার জেরে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ। জলপাইগুড়ির সেবা গ্রামের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক।
আক্রান্ত মহিলার পরিবারের দাবি, এলাকারই যুবক নন্দনকুমার রায় বছর ৪০-এর ওই গৃহবধূর কাছ থেকে দু’বছর আগে দু’কাঠা জমি কেনেন। জমি বিক্রির টাকার একাংশ বাকি থাকে বলে অভিযোগ। বকেয়া টাকা চাইতে গেলে ওই বধূকে হুমকি দেন নন্দন। কয়েকদিন আগে রাতে বাড়ি ফেরার সময়ে নন্দনকুমার ও অন্য এক যুবক ওই মহিলাকে আটকায় বলে অভিযোগ। ব্লেড দিয়ে আঘাতও করা হয় তাঁকে। রেহাই দেওয়া হয়নি ওই মহিলার মেয়েকেও।
গতকাল রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আজ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement