Youth selling Kidney for livelihood: বেকারত্বের জ্বালায় কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি যুবকের
আবেদনকারী রফিকুল হাসানের বাড়ি উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায়
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে বেকার। তাই বেকারত্বের জ্বালায় ন্যায্য দামে কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করলেন যুবক।
ওই পোস্টে যুবক লেখেন, "সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।"
আবেদনকারী রফিকুল হাসানের বাড়ি উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায়। যুবকের দাবি, শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে বেকার।
তিনি বলেন, অনেকদিন ধরে কাজের চেষ্টা চালাচ্ছি। কিন্তু কোনও কিছুই হচ্ছিল না। স্নাতক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কর্মহীন রয়েছি।
তাই হতাশ হয়েই তিনি কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বলে দাবি ফেসবুকে আবেদনকারী যুবকের। স্বীকার করলেন, হতাশা থেকেই (ওই পোস্ট) করে ফেলেছি।
কিন্তু, কিডনি বেচার ভাবনা এল কেন? তরুণ বললেন, মানুষ তো একটা কিডনি নিয়েও বাঁচতে পারে। তাই, একটা বেচে দিলেও আমি বেঁচে যাব। হ্যাঁ, তখন মাঠে গিয়ে হয়ত কোদাল ধরার ক্ষমতা থাকে না। কিন্তু, 'জব কার্ড'-এর সাহায্যে কাজ করতে পারব।
এপ্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, তিনি কিছুই জানেন না। বলেন, আমার কাছে ও (রফিকুল) আসেনি। ও হয়ত কোনও অসংগঠিত ক্ষেত্রে কাজ করত।