এক্সপ্লোর
অনলাইন নিগ্রহের শিকার হচ্ছেন, এফআইআর দায়ের করলেন সুপার মডেল নাতাশা সুরি
রেমেডিওজ নাকি নিজের পোর্টালে খবর প্রকাশ করে, নাতাশা বিগ বস ১৩ প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। তা নিয়ে বেশ জলঘোলা হয়। অথচ সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর জীবনে দেখা হয়নি, তাঁকে তিনি চিনতেনই না।

মুম্বই: ফ্লিন রেমেডিওস নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করলেন সুপারমডেল ও প্রাক্তন মিস ইন্ডিয়া (ওয়ার্ল্ড) নাতাশা সুরি। তাঁর অভিযোগ, নানা ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি তাঁর নাম ট্যাগ করে দিচ্ছেন। এছাড়া প্রকাশনার জন্যও ওই সব ভিডিও নানা সাইটে পাঠিয়েছেন তিনি।
নাতাশা জানিয়েছেন, গত বছর নভেম্বর থেকে এই নিগ্রহের সূত্রপাত। একজন জাল খবর পোস্ট করা শুরু করে তাঁকে ট্যাগ করে। তাতে মেয়েদের বিভিন্ন আপত্তিকর ছবি থাকত, মুখ থাকত অস্পষ্ট। এমনই কিছু ছবিতে মেয়েটির নাম দেওয়া থাকত নাতাশা সিংহ সুরি। এই নামে কারও অস্তিত্ব নেই কিন্তু ফ্লিন রেমেডিওস নিশ্চয় কিছু উদ্দেশ্য নিয়ে এ কাজ করে থাকবে। আর এবার তাঁকে টার্গেট করেছে সে।
নাতাশা আরও বলেছেন, এই মুহর্তে মডেল নাতাশা সুরি বলতে তিনি একাই রয়েছেন, তাই নাতাশা সুরি ট্যাগ করায় লিঙ্কগুলি তাঁর নামের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে। এমনকী কয়েকটি জাল টুইটার অ্যাকাউন্ট খুলে ভয়ঙ্কর সব খবর আর মেয়েদের স্নানদৃশ্যের ছবি নিজের পোর্টালে আপলোড করছে সে। তাঁর নামে কেউ ইন্টারনেটে সার্চ করলেই বেরিয়ে আসছে এমন গুচ্ছ গুচ্ছ ছবি। এ নিয়ে মুম্বইয়ের দাদার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তিনি।
রেমেডিওজ নাকি নিজের পোর্টালে খবর প্রকাশ করে, নাতাশা বিগ বস ১৩ প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। তা নিয়ে বেশ জলঘোলা হয়। অথচ সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর জীবনে দেখা হয়নি, তাঁকে তিনি চিনতেনই না। এই ধরনের অপরাধীদের মুখোশ সব সময় টেনে খুলে ফেলা উচিত যাতে নিজের মান সম্মান বজায় থাকে।
২০০৬ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতেন নাতাশা, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও প্রথম ১০-এ ছিলেন। মালয়ালি ছবিতে অভিনয় করেছেন, কাজ করেছেন কয়েকটি ওয়েব সিরিজে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
