Ranveer Allahbadia: ‘নীতিবোধ ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য জরুরি’, BeerBiceps-কে নিয়ে কড়া আদালত, এবার কি আইনের খাঁড়া?
Supreme Court: India’s Got Latent নামের YouTube শো থেকে বিতর্কের সূচনা।

নয়াদিল্লি: অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। BeerBiceps নামে খ্যাত রণবীরের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি উঠছে। সেই নিয়ে শুনানিতে যদিও তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আর সেই সঙ্গেই গুরুত্বপূর্ণ মন্তব্য করল শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, “নীতিবোধ এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন।” (Ranveer Allahbadia)
India’s Got Latent নামের YouTube শো থেকে বিতর্কের সূচনা। সেখানে বিতর্কিত মন্তব্যের জেরে রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর অনুষ্ঠানের উপরও কোপ পড়তে শুরু করেছে একে একে। যে পডকাস্টের জন্য পরিচিতি, তার শ্যুটিং নিয়েও শুরু হয় টানাপোড়েন। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হন রণবীর। সোমবার শুনানি চলাকালীন তাঁকে শ্যুটিংয়ে ফিরতে অনুমতি দেয় আদালত। তবে অনুষ্ঠানে যাতে নীতিবোধ লঙ্ঘিত না হয়, সব বয়সের মানুষ যাতে নির্দ্বিধায় তাঁর শো দেখতে পারেন, নির্দেশ দেন বিচারপতি। (Supreme Court)
আদালতে রণবীরের হয়ে সওয়াল করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে অভিনব চন্দ্রচূড়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহকে তিনি জানান, রণবীরের শো থেকে ২৮০ জনের ঘর-সংসার চলে। এতে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রণবীরের মন্তব্য শুধুমাত্র অশ্লীল ছিল না, বিকৃতমনস্ক ছিল। তিনি বলেন, “কৌতূহল মেটাতে আমি শো দেখি। রসিকতা এক জিনিস, অশ্লীলতা অন্য জিনিস। সবকিছুর ঊর্ধ্বে বিকৃত মানসিকতা। নারী-পুরুষ বাদ দিন, আমি এবং AG-ও একসঙ্গে বসে দেখতে পারব না ওই শো। বিচারপতিরা একসঙ্গে বসে দেখতে পারবেন না। ওঁকে কিছু সময় চুপ রাখা হোক।”
এ প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত বলেন, “বাক স্বাধীনতা নিয়ে অনেকে প্রবন্ধ লিখছেন। কিন্তু প্রত্যেক মৌলিক অধিকারের সঙ্গে জড়িয়ে রয়েছে কর্তব্য, দায়িত্ববোধ। কিছু নিষেধাজ্ঞাও রয়েছে।” সলিসিটর জেনারেল জানান, এ নিয়ে নির্দেশিকা আনা প্রয়োজন। তাতে বিচারপতি সূর্যকান্ত বলেন, “আমরা কোনও নিয়ন্ত্রক সংস্থা হতে চাই না, যারা সেন্সর করে বেড়ায়। তাই বলে সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই স্বাধীনতা প্রযোজ্য হতে পারে না।”
বিচারপতি সূর্যকান্তের কথায়, “নোংরা ভাষার ব্যবহার প্রতিভা নয়। ৭৫ বছর বয়সে একজন হাসানোর অনুষ্ঠান করেন। তাঁকে দেখে শেখা উচিত। গোটা পরিবার একসঙ্গে বসে দেখতে পারে। সেটাই আসল প্রতিভা।” নির্দেশিকা আনার প্রয়োজন রয়েছে বলে জানান বিচারপতি সূর্যকান্ত। এ নিয়ে সবপক্ষের শলা-পরামর্শ প্রয়োজন বলে জানান তিনি। সংবিধানেও শৃঙ্খলা, নীতিবোধের উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেন। মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা খর্ব না করে নৈতিকতা বজায় থাকে এমন নির্দেশিকার খসড়া তৈরি করতে নির্দেশ দেন সলিসিটর জেনারেলকে। আইনি প্রক্রিয়ার আগে সবপক্ষের মতামত নেওয়ার কথা জানান।
‘India's Got Talent’ নামের একটি YouTube শো-তে, এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে ‘অশ্লীল’ মন্তব্য করতে শোনা যায় রণবীরকে। ‘মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখতে চান, না কি এক বার তাতে যোগ দিয়ে চিরতরে মা-বাবার সঙ্গম বন্ধ করতে চান’ জানতে চান রণবীর। তাঁর ওই প্রশ্ন শুনে উপস্থিত সকলেই কার্যত চমকে যান। তার পরও থামেননি রণবীর। যৌনাঙ্গের আকার নিয়েও ওই প্রতিযোগীকে প্রশ্ন করতে থাকেন তিনি। ভিডিওটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। একের পর এক রাজ্যে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
