Waqf Amendment Act 2025 : 'পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই' জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Waqf Amendment Act 2025 : ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ জানিয়েছে , এই আইনের কয়েকটি ধারাকে স্থগিত রাখা গেলেও গোটা আইনকে স্থগিত রাখা যায় না। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫। তারপর দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই আইনের বিভিন্ন দিক নিয়ে আপত্তি তুলে বিক্ষোভ হয়। আদালতে দায়ের হয় মামলা। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা হয়েছিল।
'সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ'
ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও বিচারপতির নির্দেশ, ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলাশাসক। আসলে ২০২৫ এর সংশোধিত আইনে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল জেলাশাসক বা ওই মর্যাদার আধিকারিকদের হাতে। কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে, ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে ট্রাইবুনাল।
'অমুসলিমরাও ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবেন'
সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের মনোনয়নের অনুমতি দেওয়ার বিধান স্থগিত করেনি। আদালতের পর্যবেক্ষণ, যতটা সম্ভব বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে। আদালতের পর্যবেক্ষণ, অমুসলিমরাও ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবেন। তবে বোর্ড বা কাউন্সিলের মাথায় মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানোর চেষ্টা করতে হবে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে চারজনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয়। আর রাজ্য ওয়াকফ বোর্ডে তিনজনের বেশি অন্য ধর্মীয় সদস্য থাকা উচিত নয়।
কী বলছে মুসলিম পার্সোনাল ল বোর্ড?
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এএনআইকে জানিয়েছেন, শীর্ষ আদালতের এই রায়ে তিনি সন্তুষ্ট। ওয়াকফ সংশোধনী আইনে সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে, ঈদগাহ ইমাম এবং এআইএমপিএলবি সদস্য মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি বলেন, "আমাদের দাবি ছিল পুরো আইনের উপর স্থগিতাদেশ। কিন্তু আদালত এমন কোনও আদেশ দেয়নি। তবে, আদালত অনেক বিধান স্থগিত করেছে। আমরা কিছু বিধানের উপর স্থগিতাদেশকে স্বাগত জানাই। যেমন ওয়াকফ করতে ইচ্ছুক ব্যক্তিকে কমপক্ষে ৫ বছরের জন্য একজন অনুশীলনকারী মুসলিম হতে হবে। আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে যে CEO-কে মুসলিম সম্প্রদায়ের হতে হবে, এবং জেলাশাসককে কোনও সম্পত্তি ওয়াকফ কিনা তা নিয়ে সিদ্ধান্তগ্রহণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও স্থগিত করা হয়েছে। ধারা ৩ এবং ৪ এর উপর স্থগিতাদেশকে স্বাগত জানাই। আমরা আশা করি আদালত যখন চূড়ান্ত রায়দান করবে, তখন আমাদের ১০০% স্বস্তি দেওয়া হবে।"


















