Supreme Court of India : বিরোধীদের এজেন্সি 'অতিসক্রিয়তা' অভিযোগের আবেদন সাড়াই দিল না সুপ্রিম কোর্ট
ED-CBI : গ্রেফতারি, নেতাদের জামিন নিয়ে গাইডলাইনের দাবি বিরোধীদের। যদিও ১৪টি বিরোধী দলের আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি : সিবিআই-ইডি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) জোর ধাক্কা বিরোধী দলের। রাজনৈতিক দলের নেতাদের জন্য পৃথক নিয়ম নয়, জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। কংগ্রেসের নেতৃত্বে ১৪টি বিরোধী দলের মামলা গ্রহণ-ই করল না সুপ্রিম কোর্ট। বিরোধী নেতাদের বিরুদ্ধে এজেন্সির 'অতিসক্রিয়তা' চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। যেখানে সিবিআই (CBI)-ইডির (ED) কর্মপদ্ধতিতে গাইডলাইন চেয়ে আদালতে আবেদন। গ্রেফতারি, নেতাদের জামিন নিয়ে গাইডলাইনের দাবি বিরোধীদের। যদিও ১৪টি বিরোধী দলের আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট।
রক্ষাকবচ নয়, বার্তা সুপ্রিম কোর্টের
'রাজনৈতিক নেতারা কোনও রক্ষাকবচ পেতে পারেন না', ১৪টি বিরোধী দলের আবেদনে সাড়া না দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। '২০১৩-১৪, ২০২১-২২ সালে এজেন্সির ৬০০ শতাংশ মামলা বৃদ্ধি, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের ৯৫%-ই বিরোধীদলের', বিরোধীদলের বিরুদ্ধে এজেন্সির অতিসক্রিয়ার অভিযোগে মামলা। যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ সুপ্রিম কোর্টে মামলা ১৪টি বিরোধী দলের। 'কীভাবে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রক্রিয়া?', বিরোধীদলগুলির মামলা গ্রহণ না করে কড়া মন্তব্য আদালতের।
বিরোধীদের তরফে দাবি করা হয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিরোধী নেতাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের মামলা রুজুর হার বিশাল সংখ্যায় বেড়ে গেছে । পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের আইনজীবীরা জানান, আগের তুলনায় ইডির তরফে গত সাত বছরে ৬ গুণ বেশি মামলা রুজু করেছে ইডি। তাঁর আরও অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ৯৫ শতাংশ মামলা রয়েছে ইডি ও সিবিআইয়ের। যা স্পষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরপেক্ষহীনতা। যদিও এই আবেদনের ন্যায্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি সিংভির কাছে জানতে চান, বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য তদন্তে অব্যাহতি চাইছেন কি না বা নাগরিক হিসাবে এনিয়ে তাঁদের বিশেষ কোনও অধিকার আছে কি না।
কিছুদিন আগেই দুর্নীতির তদন্তে সিবিআইকে 'পূর্ণ স্বাধীনতা' দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কারও বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনও প্রয়োজন নেই। যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন, তাঁরা খুবই ক্ষমতাবান তাঁরা বহু বছর ধরে সরকার বা সিস্টেমের অংশ হয়ে ছিলেন। অনেক রাজ্যে এখনও তাঁরা ক্ষমতায় আছেন। তাঁরাও তাঁদের দুর্নীতি লুকোতে একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। নিজেদের দুর্নীতিকে আড়াল করতে তাঁরা এজেন্সিকেই আক্রমণ করেন। তাঁরা আপনাদের মনোসংযোগ নষ্ট করতে চেষ্টা করবেন। কিন্তু আপনারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকুন।
আরও পড়ুন- PPF-এ সবথেকে বেশি লাভ পেতে চান ? আজ বিনিয়োগ না করলে হারাবেন অনেককিছু






















