Suvendu Adhikari: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর
দলবিরোধী আইনে মুকুলের বিধায়কপদ খারিজের আবেদন করেন শুভেন্দু। স্পিকারের কাছে আবেদন করেছিলেন শুভেন্দু। মুকুল বিজেপিতেই আছেন, শুনানির পর জানিয়েছিলেন স্পিকার।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের আবেদনে মামলা শুভেন্দুর (Suvedndu Adhikari)। স্পিকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলা না শুনে শুভেন্দুকে হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। দলবিরোধী আইনে মুকুলের বিধায়কপদ খারিজের আবেদন করেন শুভেন্দু। স্পিকারের কাছে আবেদন করেছিলেন শুভেন্দু। মুকুল বিজেপিতেই আছেন, শুনানির পর জানিয়েছিলেন স্পিকার।
দলত্যাগ বিরোধী আইনে গত ১১ ফেব্রুয়ারি মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের বিজেপির আবেদন খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। জানান ‘মুকুল রায় বিজেপিতেই আছেন।’ তাই তাঁর বিধায়ক পদ খারিজের প্রশ্নই নেই। এর প্রেক্ষিতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুকুল রায় তৃণমূলেই আছেন। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলা তারা শুনবে না। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ বিরোধী দলনেতাকে।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হন মুকুল রায়। ভোটের পরপরই গত জুন মাসে হঠাৎ তৃণমূল ভবনে দেখতে পাওয়া যায় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর স্পিকার মুকুলকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দেওয়ায় বির্তক আরও চরমে ওঠে। বিধানসভার অধ্যক্ষের কাছে দলত্যাগ বিরোধী আইনে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। তারপর থেকে টানা শুনানি চলে বিধানসভায়। এরইমধ্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা সময় নানা মন্তব্য করতে শুরু করেন মুকুল রায়।এরইমধ্যে বিধানসভায় প্রায় সাত মাস শুনানি পর্ব চলার পর, বিধানসভার অধ্যক্ষ তাঁর রায় জানিয়ে দেন বিজেপিতেই আছেন মুকুল রায়।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’’
আরও পড়ুন: Murshidabad: অধীরের গড়েই তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ