এক্সপ্লোর
Advertisement
''রাস্তা আটকে অনির্দিষ্টকাল বিক্ষোভ হতে পারে না'', শাহিন বাগ নিয়ে কেন্দ্র ও দিল্লি পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট এদিন জানায়, ‘বিরোধিতা করার অধিকার সকলের আছে, কিন্তু অন্যের অসুবিধা করে নয়। অনির্দিষ্টকালের জন্য এভাবে সাধারণের রাস্তা আটকে আন্দোলন অনুচিত।’
নয়াদিল্লি: অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে বিক্ষোভ করা যায় না। শাহিন বাগ মামলায়র শুনানিতে আজ এই কথাই বলল শীর্ষ আদালত। এর ভিত্তিতে কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিসও দিল কোর্ট।
সুপ্রিম কোর্ট এদিন জানায়, ‘বিরোধিতা করার অধিকার সকলের আছে, কিন্তু অন্যের অসুবিধা করে নয়। অনির্দিষ্টকালের জন্য এভাবে সাধারণের রাস্তা আটকে আন্দোলন অনুচিত।’
গত দু’মাস ধরে দিল্লির শাহিন বাগে চলছে সিএএ বিরোধী বিক্ষোভ। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।
শাহিন বাগে বিক্ষোভের জেরে যান চলাচলে সমস্যা হচ্ছে বলে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী অমিত সাহনি। এই বিষয়ে দিল্লি হাইকোর্ট জানায়, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এর পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অমিত সাহনি।
দিল্লির শাহিন বাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের তুলে দেওয়ার ব্যাপারে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। এ নিয়ে দুটি জনস্বার্থ মামলা হয় শীর্ষ আদালতে, তাতে সাধারণের জায়গা না আটকে বিক্ষোভ দেখানোর ব্যাপারে বিধিনিষেধ জারি করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়।
বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল ও বিচারপতি কে এম জোসেফ শুক্রবার জানান, শাহিনবাগের বিষয়টি ১০ তারিখ শুনবেন তাঁরা। তবে সমস্যা যে আছে, তা স্বীকার করে নেন। জনস্বার্থ মামলা দায়ের করেছেন নন্দকিশোর গর্গ নামে এক চিকিৎসক। তাতে বলা হয়েছে, কালিন্দী কুঞ্জের কাছে শাহিন বাগে যে বিক্ষোভকারীরা জমায়েত করছেন তাঁদের অবিলম্বে তুলে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক।
দিল্লি থেকে নয়ডার রাস্তা আটকে ওই বিক্ষোভকারীরা বেআইনিভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement