এক্সপ্লোর
পিএমসি ব্যাঙ্কে টাকা খোওয়ানো, সুশান্ত মৃত্যুর জের? মুম্বইয়ে আত্মহত্যা করলেন এক মহিলা
মহিলার নাম রচনা শেঠ, বয়স ৪৫। বাড়ির লোক জানিয়েছেন, পিএমসি ব্যাঙ্কে তিনি টাকা রেখেছিলেন, ব্যাঙ্ক কেলেঙ্কারি সামনে আসায় ডিপ্রেশনে চলে যান।

মুম্বই: প্রথমে পিএমসি ব্যাঙ্কে টাকা রেখে খুইয়েছেন। আর তারপর সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। দুটি ঘটনায় মানসিকভাবে ছিন্নভিন্ন হয়ে যাওয়া এক মহিলা আত্মহত্যা করলেন। মুম্বইয়ের মুলুন্দ এলাকায় এই ঘটনা ঘটেছে। মহিলার নাম রচনা শেঠ, বয়স ৪৫। বাড়ির লোক জানিয়েছেন, পিএমসি ব্যাঙ্কে তিনি টাকা রেখেছিলেন, ব্যাঙ্ক কেলেঙ্কারি সামনে আসায় ডিপ্রেশনে চলে যান। এরপর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুও তাঁর মননে প্রভাব ফেলে। এ মাসের ১ তারিখ আত্মহত্যা করেন রচনা, বাড়িতে তখন একাই ছিলেন। তাঁর স্বামী বিশাল শেঠ জানিয়েছেন, পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর স্ত্রী অবসাদে ভুগছিলেন। গত মাসে সুশান্তের মৃত্যুর পর অবসাদ আরও বেড়ে যায়।
সুশান্তের শেষ ছবি দিল বেচারা এ মাসের ২৪ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















