এক্সপ্লোর
থানায় টিকটক ভিডিও তৈরি করে সাসপেন্ড হয়েছিলেন, এখন এই মহিলা কনস্টেবল রীতিমতো তারকা
থানার মধ্যে টিকটক ভিডিও তৈরি করার দায়ে সাসপেন্ড হয়েছিলেন গুজরাত পুলিশের এক মহিলা কনস্টেবল অর্পিতা চৌধুরী। সেই তিনিই এখন বেশ জনপ্রিয়। তাঁর গুজরাতি অ্যালবাম ভিডিও টিক টক নি দিওয়ানি- কিছুদিন আগে লঞ্চ হয়েছে।
![থানায় টিকটক ভিডিও তৈরি করে সাসপেন্ড হয়েছিলেন, এখন এই মহিলা কনস্টেবল রীতিমতো তারকা Suspended over a dance video inside police station Gujarat woman cop arpita chaudhary is now a star থানায় টিকটক ভিডিও তৈরি করে সাসপেন্ড হয়েছিলেন, এখন এই মহিলা কনস্টেবল রীতিমতো তারকা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/13201433/arpita-chaudhary.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: থানার মধ্যে টিকটক ভিডিও তৈরি করার দায়ে সাসপেন্ড হয়েছিলেন গুজরাত পুলিশের এক মহিলা কনস্টেবল অর্পিতা চৌধুরী। সেই তিনিই এখন বেশ জনপ্রিয়। তাঁর গুজরাতি অ্যালবাম ভিডিও টিক টক নি দিওয়ানি- কিছুদিন আগে লঞ্চ হয়েছে। তারপর এই গান এখনও পর্যন্ত ১৬ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। এই গান গেয়েছেন জিগ্নেস কবিরাজ। গীতিকার মনু রাবারি। এই গান অনুরাগী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। সাসপেন্ড হওয়ার পর অর্পিতা চৌধুরী এখনও পর্যন্ত চারটি অ্যালবামে কাজ করেছেন।
এক সাক্ষাত্কারে অর্পিতা জানিয়েছেন, তাঁকে খাকি উর্দিতে দেখাটা ছিল তাঁর বাবার স্বপ্ন। কিন্তু এখন নিজের ইচ্ছে অনুসারে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাতি সিনেমা জগতের সঙ্গে যুক্ত হওয়ার কোনও পরিকল্পনা রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ ব্যাপারে এখনও কোনও প্রস্তাব তাঁর কাছে আসেনি। তবে এক্ষেত্রে তিনি তাঁর উর্দ্ধতন আধিকারিকদের অনুমতির অপেক্ষায় রয়েছেন।
২০১৯-এ অর্পিতা মেহসানার এক থানায় নিযুক্ত ছিলেন। সেই সময়ই তাঁর একটি টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই তাঁর বিরুদ্ধে পুলিশ বিভাগীয় তদন্ত করে এবং তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)