এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আমি বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান, সবটাতেই ইলেকটেড, নট সিলেক্টেড! কাল ‘মেগা শো’-র আগে Suvendu-র মন্তব্যে জল্পনা
অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক মন্তব্য, হুঁশিয়ারির জেরে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে কিছুদিন ধরেই। সরকারি বা তৃণমূলের কোনও অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও তাঁর সভায় উপচে পড়েছে ভিড়! রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ছে শুভেন্দুর নামে পোস্টার-ফ্লেক্স। নীচে লেখা দাদার অনুগামীরা।
![আমি বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান, সবটাতেই ইলেকটেড, নট সিলেক্টেড! কাল ‘মেগা শো’-র আগে Suvendu-র মন্তব্যে জল্পনা Suvendu Adhikary says, I have elected, not selected as chairman of several banks ahead of Thurdsay mega show আমি বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান, সবটাতেই ইলেকটেড, নট সিলেক্টেড! কাল ‘মেগা শো’-র আগে Suvendu-র মন্তব্যে জল্পনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/19012845/emid-subhendu-bank-today.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব মেদিনীপুর: ‘১৯৯৬ থেকে সমবায় আন্দোলন শুরু করেছি। আমি বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান রয়েছি। সবটাতেই আমি ইলেকটেড হয়েছি, নট সিলেক্টেড। মেদিনীপুর জেলা থেকেই সমবায় আন্দোলন শুরু হয়েছিল।‘ সমবায় ব্যাঙ্কের পদে তিনি মনোনীত নন, সব জায়গাতেই নির্বাচিত। অর্থাৎ, মানুষ চেয়েছে বলেই পদে রয়েছেন তিনি। সরাসরি কাউকে আক্রমণ না করলেও এই মন্তব্য করে ফের জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী।
একাধিক দফতরের মন্ত্রিত্বের পাশাপাশি বিভিন্ন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব সামলান শুভেন্দু। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানেই তাঁর বক্তব্য ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক মন্তব্য, হুঁশিয়ারির জেরে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে কিছুদিন ধরেই। সরকারি বা তৃণমূলের কোনও অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও তাঁর সভায় উপচে পড়েছে ভিড়! রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ছে শুভেন্দুর নামে পোস্টার-ফ্লেক্স। নীচে লেখা দাদার অনুগামীরা।
এই অবস্থায় নিজের জনপ্রিয়তা বোঝাতেই কি এদিন এমন মন্তব্য পরিবহনমন্ত্রীর, প্রশ্ন উঠছে। যদিও এপ্রসঙ্গে তাঁকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি অধিকারী শিবিরের বিরোধী হিসেবে পরিচিত তৃণমূল নেতা অখিল গিরি। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সহ সভাপতি অখিল গিরি বলেন, ১৯৯৬ সাল থেকে নয় অনেক পর থেকে সমবায় আন্দোলনে শুভেন্দু। উনি একাই ইলেক্টেড নন, যারা বোর্ড অফ ডিরেক্টর বা চেয়ারম্যান হন, তাদের ইলেক্টেড করা হয়। উনি তো একবার কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের ভোটের দিন খেজুরি থেকে লোক নিয়ে এনে জ্যোর্তিময় করকে হারিয়ে নিজে চেয়ারম্যান হয়েছিলেন।
ভোট যত এগচ্ছে, ততই জল্পনা বাড়ছে শুভেন্দুকে নিয়ে। এর মাঝেই জল্পনা আরও একবার উস্কে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওদের দলে সব ঝগড়াঝাটি বেঁধে গিয়েছে। আমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরছি। কারও দরকার হলে চলে আসুন। শুভেন্দু চাইলে? আমি তো বলছি, অক্সিজেন দরকার হলেই আছি।
তৃণমূল নেতা ও সাংসদ সুখেন্দুশেখর রায়ের অবশ্য বক্তব্য, শুভেন্দু তৃণমূলেই আছেন। নীতি নির্ধারক কমিটিতে আছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বলেন, ও তো এখনও তৃণমূলেই আছে। এই কলহ ওদের পার্টির নিয়ম নীতির মধ্যেই। এই তরজার মধ্যেই ফের শুভেন্দু অধিকারীর নামে পড়েছে পোস্টার। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের আরএস ময়দানে দুপুর দুটোয় শুভেন্দুর সভা। তাঁর নিজের কথায় যেটা হতে চলেছে মেগা শো! শুভেন্দুকে নিয়ে রাজ্য রাজনীতিতে যাবতীয় জল্পনার মাঝেই এখন সবার নজর সেই সভার দিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)