অনুরাগ কাশ্যপ আমার দেখা শ্রেষ্ঠ নারীবাদী, বললেন তাপসী পান্নু, পাশে দাঁড়ালেন প্রাক্তন স্ত্রী আরতিও
চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহাও বলেছেন, মিটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, তার যেন কোনওভাবেই অপব্যবহার না হয়।
শুধু তাপসী নন, অভিনেত্রী স্বরা ভাস্করও দাঁড়িয়েছেন অনুরাগের পাশে। তাঁর বক্তব্য, যৌন হেনস্থা সব সময়েই অপরাধ, আইন মেনে তদন্ত হওয়া উচিত। কিন্তু কাঠুয়া, সেঙ্গার ও চিন্ময়ানন্দের সমর্থকদের হইচই মেনে নেওয়া যায় না।
All sexual violence is unacceptable & allegations shud be probed as per due process of law. Hard though to take the outrage of Kathua-child-gangrape-defenders & Sengar & Chinmayanand defenders seriously. Clear u don't care abt sexual violence only weaponising it for ur own agenda
— Swara Bhasker (@ReallySwara) September 20, 2020
অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুরাগকে রকস্টার হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, নারী সশক্তিকরণ চালিয়ে যাও, তাদের জন্য যে নিরাপত্তা তৈরি কর, তা করতে থাক। আমাদের মেয়ের মধ্যে এটা দেখতে পাই। পৃথিবীতে সততা আর অবশিষ্ট নেই, গোটা বিশ্ব মস্তিষ্কহীন, হেরোয় ভর্তি, যারা অন্যের কণ্ঠস্বর ডুবিয়ে দিতে চায়।
অভিনেত্রী টিস্কা চোপড়ারও দাবি, অনুরাগ মেয়েদের নিয়ে যে ধরনের ছবি করেন, তা একবার দেখলেই বোঝা যায়, তিনি লিঙ্গ নির্বিশেষে প্রতিভাকে তুলে ধরেন।
To know my friend @anuragkashyap72 is to know generosity, honesty and decency at its core .. even a cursory look at his work reveals his worldview on women .. don’t know a bigger supporter of talent, men or women ..
— Tisca Chopra (@tiscatime) September 20, 2020
অনুরাগ কাশ্যপের সঙ্গে একাধিক ছবি ও ওয়েব সিরিজ করেছেন রাধিকা আপ্তে। তিনি লিখেছেন, অনুরাগ তাঁর ঘনিষ্ঠতম বন্ধু, তাঁর সাহচর্যে সব সময় নিরাপদ বোধ করেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহাও বলেছেন, মিটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, তার যেন কোনওভাবেই অপব্যবহার না হয়।
It is the joint responsibility of women and men both to carefully protect the sanctity of #Metooindia
It is a very very very important movement that should not be misused for any other reason but the dignity of women. @anuragkashyap72
— Anubhav Sinha (@anubhavsinha) September 20, 2020
আবার হংসল মেহতা একাধিক টুইটে লিখেছেন, অনুরাগকে তিনি ১৯৯৬ থেকে চেনেন, অনুরাগ বিদ্রোহী, নিজের মত প্রকাশ করেন। সিনেমা আর বন্ধুত্ব নিয়ে সব সময় প্যাশনেট। নিজস্ব মতামত আছে, সে ব্যাপারে তাঁদের মতবিরোধ হয়। কিন্তু তাতে তাঁদের বন্ধুত্ব শেষ হয়নি। ২৪ বছর কেটে গিয়েছে, একইরকম রয়েছে সম্পর্ক।
1/ i've known @anuragkashyap72 since 1996. he was always rebellious. he was always outspoken. he was always passionate about cinema and his friendships. he had a point of view and i often disagreed with it. that did not change our relationship. in 24 years nothing has changed.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020