এক্সপ্লোর
Advertisement
চিনের আপত্তি উড়িয়ে তাইওয়ানকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা
১৯৯২ সালের পর এধরনের চুক্তি এই প্রথম। তাইওয়ানের সঙ্গে আমেরিকার সম্পর্কে বরাবর আপত্তি জানিয়ে এসেছে চিন। এমনকী তাদের সমরাস্ত্র বিক্রি নিয়েও আপত্তি গোপন করেনি বেজিং। কেননা তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চিন।
ওয়াশিংটন: তাইওয়ানের সঙ্গে সামরিক গাঁটছড়া বাধল মার্কিন যুক্তরাষ্ট্র। তাশাই ইং ওয়েন সরকারের সঙ্গে ৬৬টি যুদ্ধবিমান বিক্রি করার চুক্তি সই করেছে আমেরিকা। মোট ৯০টি যুদ্ধবিমান কিনবে তাইওয়ান। দিনকয়েক আগেই তাইওয়ান সফরে গিয়েছিলেন মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজার। চিনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে ট্রাম্প প্রশাসন যে আগ্রহী, সে বার্তাই দিয়ে এসেছিলেন তিনি। সেই লক্ষ্যে একধাপ এগল ওয়াশিংটন। অ্ত্যাধুনিক এফ- ১৬ যুদ্ধবিমান বিক্রি নিয়ে তাইওয়ানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। প্রথম পর্বে ৬৬টি যুদ্ধবিমান কিনবে তাইওয়ান। ২০১৯ সাল থেকে এই যুদ্ধবিমান কেনা নিয়ে কথাবার্তা চললেও এতদিনে তা বাস্তবায়িত হতে চলেছে। মোট ৯০টি যুদ্ধবিমান কিনবে তাইওয়ান সরকার। ২০২৬ সালের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। যুদ্ধবিমানগুলির নির্মাতা লকহিড মার্টিন কর্প।
১৯৯২ সালের পর এধরনের চুক্তি এই প্রথম। তাইওয়ানের সঙ্গে আমেরিকার সম্পর্কে বরাবর আপত্তি জানিয়ে এসেছে চিন। এমনকী তাদের সমরাস্ত্র বিক্রি নিয়েও আপত্তি গোপন করেনি বেজিং। কেননা তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চিন। গত বছর চিনের বিদেশমন্ত্রক তাইওয়ানকে সমরাস্ত্র বিক্রি না করার জন্য ওয়াশিংটনকে আবেদনও জানিয়েছিল। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য প্রধানের তাইওয়ান সফরকেও ভাল ভাবে নেয়নি বেজিং। তবে চিনের আপত্তি আমল দিতে রাজি নয় আমেরিকা। চিনের উপর স্নায়ুর চাপ বাড়িয়ে সামরিক ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক মজবুত করার পথে হাঁটল ডোনাল্ড ট্রাম্প সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement