Radhika Yadav: 'মেয়ের টাকায় খাই, লোকে ঠাট্টা করত', সেই রাগেই টেনিস তারকা মেয়ে রাধিকা যাদবকে নৃশংসভাবে খুন বাবার?
Radhika Yadav Tennis Player:

নয়া দিল্লি: মেয়েকে পর পর গুলি করে খুন। বৃহস্পতিবার এই ঘটনাতেই চমকে উঠেছে দিল্লি। গুরুগ্রামের বাড়িতেই টেনিস তারকাকে গুলি করে খুন করেছেন তাঁর বাবা। ১ দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত হয়েছেন বাবা। বাড়ির রান্নাঘরে গিয়ে পিছন থেকে মেয়েকে পরপর গুলি করে বাবার। কেন খুন? রহস্য বাড়াচ্ছেন খুনে অভিযুক্ত বাবা।
পুলিশি জেরায় এক এক সময় এক একরকম ব্যাখ্যা দীপক যাদবের। মেয়ের রিল বানানো পছন্দ করতেন না বাবা, খবর সূত্রের। সেই অপছন্দ থেকেই কি মেয়েকে গুলি? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আবার মেয়ের রোজগারে সংসার চলে বলে কটূক্তিতে রাগ, তার থেকে গুলি, এমনটাই দাবি অভিযুক্তর। পুলিশ জানিয়েছে, তার বাবা চেয়েছিলেন যে তার মেয়ে টেনিস একাডেমি বন্ধ করে দিক কারণ লোকেরা তাকে তার মেয়ের উপার্জনে জীবনযাপন করার জন্য কটূক্তি করত। গত কয়েকদিন ধরে তার উপর কটূক্তি আরও বেড়ে যায়, এরপর সে রাধিকা যাদবকে তার টেনিস একাডেমি বন্ধ করে দিতে বলে, যা সে প্রত্যাখ্যান করে।
দীপক যাদব পুলিশকে বলেছিলেন, 'যখন আমি দুধ আনতে ওয়াজিরাবাদ গ্রামে যেতাম, তখন লোকেরা আমাকে ঠাট্টা করত, বলত যে আমি আমার মেয়ের আয় দিয়ে বেঁচে থাকি। এটা আমাকে অনেক কষ্ট দিত। কিছু লোক এমনকি আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলত। আমি আমার মেয়েকে তার টেনিস একাডেমি বন্ধ করে দিতে বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি'।
স্বীকারোক্তিতে সে এও বলে, 'আমার মর্যাদাহানি হচ্ছিল। আমি খুব কষ্ট ও চাপে ছিলাম। এই উত্তেজনার কারণে, আমি আমার লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি বের করেছিলাম, এবং যখন আমার মেয়ে রাধিকা রান্নাঘরে রান্না করছিল, তখন আমি তাকে পিছন থেকে তিনবার গুলি করেছিলাম'।
যদিও পুলিশের প্রশ্ন, দীপক যাদব কি তদন্তকে বিভ্রান্ত করছেন? 'বাবা দীপক প্রায়শই রাধিকার সঙ্গে অ্যাকাডেমিতে আসতেন। কখনও দীপককে উত্তেজিত হতে দেখিনি', দাবি রাধিকার সহ খেলোয়াড়ের। দীপক যাদবের ভাই এবং রাধিকা যাদবের কাকা কুলদীপ যাদব এফআইআর দায়ের করেছেন।






















