শোকের ছায়া টেলিভিশন জগতে, প্রয়াত করোনাভাইরাস আক্রান্ত অভিনেত্রী দিব্যা ভাটনগর
জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ খ্যাত দিব্যা। হাসপাতাল সূত্রে খবর, দিব্যার শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মক কমে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। একইসঙ্গে নিউমোনিয়া হয় তাঁর।
মুম্বই: ফের শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে। নোভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগর। কয়েক সপ্তাহ আগে মারণ ভাইরাসে আক্রান্ত হন তিনি। গোরেগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ খ্যাত দিব্যা। হাসপাতাল সূত্রে খবর, দিব্যার শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মক কমে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। একইসঙ্গে নিউমোনিয়া হয় তাঁর। সংবাদ মাধ্যমকে দিব্যার মা গত সপ্তাহে জানিয়েছিলেন ‘’ছদিন ধরে দিব্যার জ্বর কমছে না। ভীষণ অস্বস্তি হচ্ছিল শরীরে। ওর অক্সিজেন লেভেল ৭১-তে নেমে এসেছিল। আপাতত ওঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।‘’
সোশ্যাল মিডিয়ায় দিব্যার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তিনি লিখেছেন, ''যখন কেউ সঙ্গে থাকত না, তুই থাকতিস। তুই আমার নিজের কেউ ছিলি। তোকে আমি বকতে পারতাম, ঝগড়া করতাম, মনের কথা বলতাম। আমি জানি জীবনটা সহজ ছিল না তোর জন্য। তুই নিশ্চই এখন ভালো জায়গায় আছিস। সব দুঃখ,যন্ত্রণা, খারাপ লাগা, মিথ্যা- এই সব কিছু থেকে অনেক দূরে আছিস তুই। যেখানে থাকিস ভাল থাকিস। খুব মিস করব তোকে এবং মনে রাখব। খুব তাড়াতাড়ি চলে গেলি বন্ধু।''
গত নভেম্বরে দিব্যা একটি ভিডিওর স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, নমষ্কার আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত আরোগ্যের জন্য় প্রার্থনা করুন। দিব্যার বন্ধু যুবরাজ রঘুবংশী জানিয়েছেন, গতকাল রাত ৩টে নাগাদ দিব্যার মৃত্যু হয়। তাঁকে সেভেন হিলস হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ২টো থেকে শ্বাসকষ্ট শুরু হয়। ৩টে নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গত সপ্তাহে দিব্যার ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আমরা ওঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করেছি। ২৬ নভেম্বর ওঁকে ভর্তি করা হয়। ২৮ নভেম্বর করোনা আক্রান্ত হন। তার আগেই নিউমোনিয়া হয়েছিল। হাসপাতালে স্থানান্তর করার পর ভেন্টিলেশনে দেওয়া হয়। তেরা ইয়ার হু ম্যায় ধারাবাহিকে কাজ করছিলেন দিব্যা। শশী-সুমিত প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি এই ধারাবাহিক, প্রযোজক সংস্থার তরফে দিব্যার চিকিত্সার দায়িত্ব নিয়েছিল বলে জানা গিয়েছে। ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায় ছাড়াও উড়ান, জিত গয়ি তো পিয়া মোরে, বিষের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এবং শোয়ের অংশ নিয়েছেন তিনি।