এক্সপ্লোর
Advertisement
Yogi Government Liquor License: বাড়িতে মদ মজুত রাখায় রাশ টানতে উদ্যোগ, লাইসেন্স বাধ্যতামূলক করল যোগী সরকার
Liquor license in UP: আবগারি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় আর ভুসরেড্ডি জানিয়েছেন, ৬ লিটার পর্যন্ত মদ বাড়িতে মজুত রাখা যাবে। তার বেশি মদ মজুত রাখতে গেলে লাইসেন্স করাতে হবে। নতুন এই নিয়ম সবার জন্য প্রযোজ্য এবং বাধ্যতামূলক।
লক্ষ্ণৌ: ৬ লিটারের বেশি মদ বাড়িতে মজুত রাখতে গেলে এবার বাধ্যতামূলক লাইসেন্স। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের সরকার জানিয়েছে, বাড়িতে যাদের ব্যক্তিগত বার আছে তাঁদের ৬ লিটারের বেশি মদ মজুত রাখার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করা হল।
আবগারি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় আর ভুসরেড্ডি জানিয়েছেন, ৬ লিটার পর্যন্ত মদ বাড়িতে মজুত রাখা যাবে। তার বেশি মদ মজুত রাখতে গেলে লাইসেন্স করাতে হবে। নতুন এই নিয়ম সবার জন্য প্রযোজ্য এবং বাধ্যতামূলক। তিনি বলেন, রাজ্যের আবগারি দফতরের নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনও ব্যক্তি ৬ লিটারের বেশি মদ কিনলে লাইসেন্স নিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স করাতে ১২ হাজার টাকা দরকার। সিকিউরিটি হিসাবে ৫১ হাজার টাকা রাখতে হবে। বাড়িতে মদ মজুত রাখা রুখতেই এই পদক্ষেপ। মনে করা হচ্ছে আরও বেশি রাজস্ব আয়ের লক্ষ্য এই সিদ্ধান্ত সরকারের। চলতি আর্থিক বছরে আবগারি দফতর থেকে ২৮ হাজার ৩৪০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। ২০২১-২২ সালে সরকারের লক্ষ্য রাজস্ব হিসেবে ৩৪ হাজার ৫০০ কোটি টাকা আদায় করা।
উল্লেখ্য, যারা স্থানীয় ফল দিয়ে ওয়াইন তৈরি করেন তাঁদের পাঁচ বছরের জন্য আবগারি শুল্ক ছাড় দিয়েছে রাজ্য সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
খবর
খবর
Advertisement