এক্সপ্লোর
ডিসেম্বর থেকে দেশজুড়ে পাল্টে যাচ্ছে এই নিয়মগুলি, জেনে নিন কী কী
১. ২৪x৭ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (RTGS) চালু করার ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। যা ২০২০ সালের ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে। আরটিজিএসের মাধ্যমে যে কোনও সময় টাকা ট্রান্সফার করা যাবে।

নয়াদিল্লি: ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে। দেখে নিন কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে। ১. ২৪x৭ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (RTGS) চালু করার ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। যা ২০২০ সালের ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে। আরটিজিএসের মাধ্যমে যে কোনও সময় টাকা ট্রান্সফার করা যাবে। বর্তমানে ব্যাঙ্কের কর্মদিবসের দিন সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত আরটিজিএস খোলা থাকে (দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বাদ দিয়ে)। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টা কাজ করছে ন্য়াশনাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা নেফট (NEFT)। ২. এলপিজি-র দাম পরিবর্তন- প্রতি মাসের ১ তারিখ এলপিজি(LPG)-র সিলিন্ডারের দাম পরিবর্তন করে সরকার। সেই অনুযায়ী, ১ ডিসেম্বর দেশজুড়ে সিলিন্ডারের দাম পাল্টে যাবে। গত মাসে অবশ্য় এলপিজি-র সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ৩. করোনার জেরে দেশের বহু জায়গায় এখনও বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। চলছে কিছু স্পেশাল ট্রেন। ১ ডিসেম্বর থেকে বেশ কিছু নতুন ট্রেন চালু হচ্ছে। ০১০৭৭৭৮ পুণে-জম্মুতাওয়াই ঝিলাম স্পেশাল এবং ০২১৩৭৩৮ মুম্বই-ফিরোজাবাদ পঞ্জাব মেল স্পেশাল চলবে প্রতিদিন। ৪. বীমা সংস্থা ৫০ শতাংশ বীমা হ্রাস করবে। এই পদ্ধতিতে যিনি বীমা করেছেন তিনি অর্ধেক বীমা দিয়েও পলিসি বজায় রাখতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















