এক্সপ্লোর
কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জঙ্গি
আজ সকালে শুরু হয় এই সংঘর্ষ, এখনও থামেনি।

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি খতম হয়েছে। আজ সকালে শুরু হয় এই সংঘর্ষ, এখনও থামেনি। পুলিশ বলেছে, ৪ জন জঙ্গি ওই এলাকায় আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ ঘিরে ফেলে কুলগামের মাঞ্জগাম এলাকা। শুরু হয় তল্লাশি। ভোর পৌনে ছটা নাগাদ জঙ্গিরা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি। গতকালই ৪ জঙ্গিকে গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















