Parliament Winter Session 2022:সংসদের অধিবেশন শেষের আগে বিরোধী ঐক্যে ফাটল? কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিল না তৃণমূল
TMC Did Not Join The Agitation Of Congress: চিনের আগ্রাসন নিয়ে সংসদে আলোচনার দাবিতে বিরোধী শিবিরে ফাটল? কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিল না তৃণমূল। চিন নিয়ে আলোচনার দাবিতে সংসদে প্রতিবাদ অবস্থানের ডাক দেয় কংগ্রেস।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: চিনের (china) আগ্রাসন (aggression) নিয়ে সংসদে (parliament) আলোচনার দাবিতে বিরোধী শিবিরে (opposition) ফাটল? কংগ্রেসের (congress) ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিল না তৃণমূল (TMC)। চিন নিয়ে আলোচনার দাবিতে সংসদে প্রতিবাদ অবস্থানের ডাক দেয় কংগ্রেস। ১২টি বিরোধী দল যোগ দেবে বলে ঘোষণাও করা হয়। কিন্তু লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দেন, 'বিদেশ সংক্রান্ত বিষয়ে তাঁদের দল ঢুকবে না।' শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধী শিবিরে ঐক্যের বিপরীত ছবি কি কিছুটা স্বস্তি দেবে শাসকদলকে?প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।
কী ঘটল?
সূত্রের খবর, গত কাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শতাব্দীপ্রাচীন দলের তরফে যে প্রতিবাদ অবস্থান করা হচ্ছে, সেটি জানিয়েই ফোন। এদিন অন্যান্য বিরোধী দল সেই অবস্থানে যোগ দিলেও তৃণমূলের কোনও প্রতিনিধি সেখানে ছিলেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই জানিয়ে দেন, এই বিক্ষোভ কর্মসূচিতে তাঁরা যোগ দেবেন না। তবে সংসদ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় চিনা আগ্রাসন নিয়ে সরকার যাতে বক্তব্য রাখে, সেটা তাঁরা চান। সেখানে কোনও বক্তব্য থাকলে তা হাউসের মধ্যেই তা পেশ করা হবে, জানিয়ে দেন লোকসভায় তৃণমূলের নেতা। কিন্তু বিদেশ সংক্রান্ত কোনও বিষয়ে বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল দলীয় সিদ্ধান্ত মেনেই অংশ নেবে না।
এদিনের ছবি...
এদিনের বিক্ষোভে যে দলগুলি অংশ নিয়েছিল তাদের মধ্যে ডিএমকে, শিবসেনা, এনসিপি-র সাংসদদের দেখা যায়। ছিলেন সিপিআই সাংসদরাও। প্রসঙ্গত, চলতি বছর শীতকালীন অধিবেশন শুরুর আগে মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে যে বৈঠক হয়েছিল তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিভিন্ন ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে বিরোধীরা যে একসঙ্গে সরব হবে সে কথাও হয় সেখানে। কিন্তু ২৩ ডিসেম্বর অধিবেশন শেষের আগে বিরোধী শিবিরের এমন খণ্ড-চিত্র কি কিছুটা অতিরিক্ত স্বস্তি দেবে শাসকদলকে? প্রসঙ্গত, হালেই জাতীয় স্তরে সেরার স্বীকৃতি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি দুয়ারে সরকার। পুরস্কৃত করবে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা 'পাবলিক ডিজিট্যাল প্লার্টফম' হিসাবে পুরস্কার পাবে দুয়ারে সরকার। এমনটাই ঘোষণা করা হয়েছে। তথ্য়প্রযুক্তি মন্ত্রকের তরফে নবান্নকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। গত পরশু অর্থাৎ সোমবারই কেন্দ্রের তরফে সেই বিজ্ঞপ্তি পৌঁছয় নবান্নে।
আরও পড়ুন:মুরগির দামও আগুন ! সাধারণের যন্ত্রণা বাড়িয়ে কলকাতায় কত হল দাম?