এক্সপ্লোর
তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ উত্তপ্ত বোলপুর, বোমাবাজি, আহত কয়েকজন
গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বীরভূম: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বোলপুরের করিমপুর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বোমাবাজি হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ২ জন ভর্তি বোলপুর হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, বিদ্যুতের তার খোলাকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্য নজরুল মণ্ডল ও গ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা লোকমান খানের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন ২ তৃণমূল নেতা। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















