এক্সপ্লোর
Advertisement
তামিলনাড়ুতে পড়ুয়াদের পড়ার জন্য স্মার্টফোন কিনে দিচ্ছেন শিক্ষকরা
থিয়াগারাজা সরকারি স্কুলের শিক্ষকরা নিজেদের মাইনের টাকার একটা অংশ করে সবাই দিয়ে ফান্ড তৈরি করেছেন। তার থেকেই স্মার্টফোন কিনে পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।
চেন্নাই: ওয়ার্ক ফ্রম হোম এখন কোভিড আবহে অন্যতম চর্চিত শব্দ। জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বাড়ির থেকে অফিসের কাজ করা। যাঁদের অফিস থেকে কম্পিউটার দেওয়া হচ্ছে, কিংবা যাঁদের নিজেদের নেট চালিয়ে অনলাইনে কাজ করার সামর্থ্য আছে, তাঁদের কথা আলাদা। কিন্তু এর বাইরেও আরও এক ভারত রয়েছে, যাঁদের প্রয়োজন অনলাইনে কাজ করার, কিন্তু তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সামর্থ্য নেই। সেই রকম পরিবারের পড়ুয়াদের কথা ভেবেছেন তামিলনাড়ুর মাদুরাইয়ের শিক্ষকরা। সেই ছাত্রছাত্রীদের জন্য স্মার্টফোন কিনে দেওয়ার ব্যবস্থা করলেন তাঁরা।
শিক্ষকরা খেয়াল করে দেখেছেন, অনলাইনে ক্লাশ করার মতো পারিবারিক সামর্থ্য না থাকার কারণে বহু ছেলেমেয়ে নিয়ম করে ক্লাশ করতে পারছে না। থিয়াগারাজা সরকারি স্কুলের শিক্ষকরা নিজেদের মাইনের টাকার একটা অংশ করে সবাই দিয়ে ফান্ড তৈরি করেছেন। তার থেকেই স্মার্টফোন কিনে পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।
শিক্ষকরা নিজেদের মধ্যে পর্যালোচনা করে দেখেছেন, এখনও অনেকদিনই ছাত্রদের পড়াশোনা অনলাইনেই করতে হবে। কবে আগের মতো স্কুল খুলবে তা জোর দিয়ে কেউই বলতে পারছেন না। আর এই ঝুঁকিপূর্ণ কোভিড আবহে স্কুল খুললেই বা পড়ুয়াদের তাদের বাড়ির লোক ছাড়বেন কিনা সেই সন্দেহ রয়েছে। অগত্যা অনলাইন ক্লাশই সম্বল। কিন্তু অনেক পড়ুয়ার বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। আর কোভিডের পর যা অবস্থা দাঁড়িয়েছে তা আরও খারাপ। তাই শিক্ষকরা মনে করছেন পড়ুয়াদের পড়াশোনা করানোর জন্য তাঁদের সামাজিক দায়িত্ব রয়েছে। সেই বোধ থেকেই তাঁরা নিজেদের মাইনের টাকা থেকে পড়ুয়াদের স্মার্টফোন কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement