Most Polluted City: আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় স্থান ভারতের দুই শহরের! কলকাতা কত নম্বরে?
Kolkata, Delhi Polluted City:প্রতি শীতে দিল্লিতে ধোঁয়াশার বাড়বাড়ন্ত হয়। দিল্লি সরকারও জানিয়েছে তারা স্কুল-কলেজ সব আপাতত বন্ধ করে দেওয়ার কথা ভাবছে।
নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (Polluted City ) তালিকায় নাম উঠল ভারতের (India) তিন গুরুত্বপূর্ণ শহরের। জানা গিয়েছে, দিল্লি (Delhi), কলকাতা (Kolkata) এবং মুম্বই (Mumbai) এই তিন শহরের বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক।
গত তিন দিন ধরে দিল্লির বাসিন্দারা ঘুম ভেঙে বিষাক্ত কুয়াশার একটি পুরু স্তরের মুখোমুখি হচ্ছে। ভারতের রাজধানী নয়া দিল্লির বিভিন্ন অংশের বায়ু মান সূচক (একিউআই) ‘গুরুতর’ শ্রেণিতে প্রবেশের পর রাজধানীর কিছু স্কুল দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতি শীতে দিল্লিতে ধোঁয়াশার বাড়বাড়ন্ত হয়। দিল্লি সরকারও জানিয়েছে তারা স্কুল-কলেজ সব আপাতত বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। আপদকালীন ব্যবস্থা হিসেবে শহরে গাড়ির পার্কিং ফি চারগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ সংস্থাগুলো ও দিল্লির বাসিন্দারা সবাই প্রায় একবাক্যে বলছেন, শহরের বাতাস আর মোটেই স্বাভাবিক জীবনযাপনের উপযুক্ত নেই।
শীতের গোড়ার দিকে দিল্লিতে কুয়াশায় মোড়া সকাল যদিও কোনও বিরল দৃশ্য নয় - কিন্তু এদিন সকালে পুরো শহর যেভাবে ঘন ধোঁয়াশায় ছেয়ে গিয়েছিল, দিল্লির বাসিন্দাদের অনেকেই বলছেন এ জিনিস তারা বহু দিন দেখেনি। কালো ধোঁয়াশা বা স্মগে দেখা যাচ্ছিল না দুশো ফিট দূরের গাড়িও, ফলে লম্বা যানজট ছড়িয়ে পড়েছিল শহরের নানা প্রান্তে। পথচারীরা প্রায় সবাই বেরিয়েছিলেন নাক-মুখঢাকা মুখোশ পরে।
আরও পড়ুন, দীপাবলির আগে জীবনে আসবে অর্থবৃষ্টি, আজই বাস্তু মেনে সাজিয়ে ফেলুন ঘর
শুক্রবার দিল্লির কয়েকটি পর্যবেক্ষণ স্টেশনে একিউআই ৪৮০ আশপাশে ছিল। এদিন নগরীর বায়ু ঘন ধূসর রঙের হয়ে উঠে। বাসিন্দারা চোখ জ্বালা ও গলা চুলকাচ্ছে বলে অভিযোগ করেন।
একিউআই ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে সেটি ভাল বলে বিবেচিত হয়। কিন্তু এই বায়ু মান সূচক ৪০০ থেকে ৫০০ এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যবান মানুষকেও আক্রান্ত করে আর যারা রোগগ্রস্ত তাদের জন্য বিপদের কারণ হয়।
সুইজারল্যান্ডের গোষ্ঠী আইকিউএয়ারের করা তালিকায় শুক্রবার নয়া দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আছে। গোষ্ঠীটি ভারতের রাজধানীর একিউআই ৬১১ বলে নির্ধারণ করেছে, যা ‘বিপজ্জনক’ শ্রেণিতে পড়েছে।