Tomato Flu: দেশে ক্রমশ বাড়ছে ‘টম্যাটো ফ্লু’-র হানা, আক্রান্ত শতাধিক শিশু
Tomato Flu News: বিশ্বজুড়ে করোনার দগদগে ক্ষত। উদ্বেগ বাড়াচ্ছে সংক্রামক ব্যাধি মাঙ্কিপক্স। এরইমধ্যে রহস্যময় ‘টম্যাটো ফ্লু’-র হানা ভারতে।
![Tomato Flu: দেশে ক্রমশ বাড়ছে ‘টম্যাটো ফ্লু’-র হানা, আক্রান্ত শতাধিক শিশু Tomato Flu in South India kerala tamilnaru baby got affected Tomato Flu: দেশে ক্রমশ বাড়ছে ‘টম্যাটো ফ্লু’-র হানা, আক্রান্ত শতাধিক শিশু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/3a9258eabe84e946dc4f13ae833ca266_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: দক্ষিণ ভারতে (South India) ভাইরাল জ্বর (Viral Fever) ‘টম্যাটো ফ্লু’ (Tomato Flu)-র হানা। আক্রান্ত হয়েছে প্রায় শতাধিক শিশু। কেরলেই আক্রান্ত ৮০। সংক্রমণ শঙ্কায় তামিলনাড়ু (Tamilnadu) জুড়ে নেওয়া হচ্ছে কড়া সতর্কতা।
বিশ্বজুড়ে করোনার দগদগে ক্ষত। উদ্বেগ বাড়াচ্ছে সংক্রামক ব্যাধি মাঙ্কিপক্স। এরইমধ্যে রহস্যময় ‘টম্যাটো ফ্লু’-র হানা ভারতে। দক্ষিণ ভারতে এই জ্বরে আক্রান্ত শতাধিক শিশু। কেরলে ইতিমধ্যেই এই রহস্যময় জ্বরে আক্রান্ত হয়েছে অন্তত ৮০ শিশু। ওড়িশায় আক্রান্ত হয়েছে ২৬ জন শিশু।
শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, "আউটডোরে এই উপসর্গ নিয়ে রোগীরা আসছে। এক সপ্তাহ আগে এই উপসর্গ নিয়ে অনেকে আসছিল। গরমের ছুটি পড়ায় একটু কমেছে। কী সিমটম, হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজের অন্য উপসর্গ। বাচ্চারা এক জায়গায় অনেকে থাকলে এটার সম্ভাবনা থাকে। প্রিভেনশন - পরিচ্ছন্ন থাকা।"
কী এই টম্যাটো ফ্লু?
এটি একটি ভাইরাল রোগ। হাতের তালু ও পায়ের পাতায় ফোস্কার মতো লালচে রঙের র্যাশ দেখা যায়। লাল রঙের ফোসকাগুলি দেখতে টম্যাটোর মতো, তাই নাম টম্যাটো ফ্লু।
আরও পড়ুন, বিশ্বে ছড়াচ্ছে মাঙ্কি পক্স, 'সবরকমভাবে তৈরি ভারত', জানাল আইসিএমআর
কী কী উপসর্গ দেখা দিচ্ছে?
জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ এই রোগের লক্ষ্মণ। এছাড়াও, গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়।
মাইক্রোবায়োলজিস্ট সৌগত ঘোষ, "একজনের থেকে অন্য জনে ছড়ায়। কী করতে হয়। ট্রিটমেন্ট, প্রিভেনশন কী বাচ্চাদের ইমিউনিটি কম থাকায় বেশি হয়। চিকিৎসকরা বলছেন, মূলত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণ দেখা যাচ্ছে। টম্যাটো ফ্লুর উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম ক্ষেত্রেই পড়ে। রোগের নাম মূলত ভাইরাস কিংবা ব্যাক্টেরিয়ার নামের ওপর ভিত্তি করেই হয়। যেমন করোনা ভাইরাস থেকে করোনা রোগ, কিংবা টিটেনি থেকে টিটেনাস রোগ ইত্যাদি। এখন এই রোগের এমন আজব নাম শুনেই সকলে অবাক। তবে বিশেজ্ঞরা জানাচ্ছেন রোগের নাম হয়েছে উপসর্গ থেকে। লাল লাল ক্ষুদ্রাকৃতি ফোস্কাগুলি টমেটোর মতোই দেখতে বলে সেখান থেকে এই নাম হতে পারে৷ যদিও এর তথ্যনির্ভর নামকরণের বিষয়ে বিশদে জানা যায়নি।
শিশুরা যাতে কোনওভাবেই ফোস্কাগুলি চুলকে না ফেলে তার দিকে নজর দিতে হবে। তবে চিকিত্সকরা জানাচ্ছে, বাড়াবাড়ি হলে অনেক সময়ই প্রাণঘাতী হতে পারে টম্যাটো ফ্লু।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)