এক্সপ্লোর
Advertisement
ঘোষিত হল ত্রিপুরার মাধ্যমিকের ফল, দেখে নিন কীভাবে জানবেন
পড়ুয়াদের স্কুল থেকে রিভিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই।
আগরতলা: ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসই তাদের নতুন পাঠক্রমের দশম শ্রেণির ফল ঘোষণা করল। সব মিলিয়ে ৬৯.৪৯% পড়ুয়া এবার মাধ্যমিক পাশ করেছে। পরীক্ষার ফল জানা যাচ্ছে tripuraresults.nic.in, www.tripura.nic.in বা tbse.in-এ।
ত্রিপুরার মাধ্যমিকে প্রথম হয়েছে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ, সে পেয়েছে ৪৮৮ নম্বর। দ্বিতীয় স্থানে আছে তিন জন- শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেঘা শর্মা, রেশমবাগান হায়ার সেকেন্ডারি স্কুলের তৃষাশ্রী দেওয়ান এবং শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের অভিরাজ পাল। তারা পেয়েছে ৪৮৭। প্রথম দশে রয়েছে ২৪ জন পড়ুয়া।
এ বছর দশম শ্রেণির পরীক্ষায় বসে মোট ৪৮৯৯৪ জন পড়ুয়া। পুরনো পাঠক্রমের দশম শ্রেণির যত পরীক্ষা বাকি রয়েছে সব টিবিএসই বাতিল করে দেয়। বাতিল করে মাদ্রাসা আলিমের নতুন ও পুরনো পাঠক্রমের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মাদ্রাসা ফাজিলের তিওলজি ও আর্টসের পরীক্ষাও করোনার জেরে বাতিল হয়ে যায়। নতুন সিলেবাসে দশম শ্রেণির পরীক্ষা শুরু হয় ৩ মার্চ, চলে ২১ মার্চ পর্যন্ত।
পড়ুয়াদের স্কুল থেকে রিভিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement