এক্সপ্লোর
Advertisement
অর্থকষ্টে ছোট পর্দার অভিনেত্রী নূপুর অলঙ্কার, আর্থিক সাহায্যের আবেদন করলেন রেণুকা সাহানি
নূপুরকে ইস পেয়ার কো কেয়া নাম দু এক বার ফির, স্বরাগিণী-র মত বহু সিরিয়ালে দেখা গিয়েছে।
মুম্বই: ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারি নিঃস্ব করে দিয়েছে ছোট পর্দার পরিচিত মুখ নূপুর অলঙ্কারকে। তাঁর যাবতীয় টাকা আটকে রয়েছে কেলেঙ্কারিতে দীর্ণ পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্ক বা পিএমসি ব্যাঙ্কে। তার ওপর লকডাউনে কাজ না থাকায় তাঁর হাতেও টাকা নেই। এর ওপর এসে পড়েছে মায়ের চিকিৎসার খরচ সামলানো।
ফেসবুকে তাঁর সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী রেণুকা সাহানি। তিনি বলেছেন, আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী বন্ধু নুপূর অলঙ্কার অত্যন্ত আর্থিক সমস্যায় রয়েছেন। তাঁর টাকা দেউলিয়া হয়ে যাওয়া পিএমসি ব্যাঙ্কে রয়েছে। অভিনয় করে যা রোজগার করতেন তা দিয়ে নূপুর অসুস্থ মায়ের চিকিৎসা করতেন। এখন লকডাউনে কাজও বন্ধ। নূপুরের মাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে, তার বিরাট খরচ। মায়ের অ্যাকাউন্টে যা পারেন সাহায্য পাঠান। বিশ্বাস করুন, একেবারে দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত নূপুর কখনও সাহায্যের জন্য হাত পাতবে না।
রেণুকার এই পোস্টের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নূপুর। এই পোস্টের পর বহু মানুষ নূপুরের সাহায্যে এগিয়ে এসেছেন, শেয়ার করেছেন পোস্টটি, যাতে আরও লোক তাঁকে সাহায্য করেন।
নূপুরকে ইস পেয়ার কো কেয়া নাম দু এক বার ফির, স্বরাগিণী-র মত বহু সিরিয়ালে দেখা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement