এক্সপ্লোর
আপনি কি পাকিস্তান-বিরোধী, ট্যুইটারে প্রশ্ন, না, কোনও ভারতীয়ই নন, জবাব গম্ভীরের
গত এপ্রিলেও গম্ভীর কাশ্মীর নিয়ে ভারতকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে একহাত নিয়ে লেখেন, আফ্রিদি, ইমরান, বাজওয়ার মতো জোকাররা পাকিস্তানি জনতাকে বুদ্ধু বানাতে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিরুদ্ধে বিষ ছড়াতে পারে, কিন্তু শেষ দিন পর্যন্ত কাশ্মীর পাবে না।

নয়াদিল্লি: রাজনীতিতে যোগদানের প্রথম বর্ষপূর্তিতে ট্যুইটারে অনুরাগী, ভক্তদের সঙ্গে মতামত বিনিময় করলেন গৌতম গম্ভীর। তিনি যে কোনও প্রশ্ন নিতে চান বলে জানান। হ্যাশট্যাগ #AskGG ব্যবহার করে তাঁকে প্রশ্ন করেন ভক্তরা। এক ট্যুইটার ব্যবহারকারী জানতে চান, কেন গম্ভীর এতটা পাকিস্তান-বিরোধী। প্রাক্তন ক্রিকেটারের সুন্দর জবাব, আমি তা নই। তাছাড়া কোনও ভারতীয়ই পাকিস্তান-বিরোধী, এটা মনে করি না। যখন আমাদের সেনা জওয়ানদের জীবন আর অন্য যে কোনও কিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা সবাই একই দিকে।
I’m not! I don’t think any Indian is. But when we have to choose between the lives of our soldiers & anything else, we r all on the same side! ???????? https://t.co/OuGgdL9lPa
— Gautam Gambhir (@GautamGambhir) October 6, 2020
গম্ভীর ২০১৯ এ বিজেপিতে যোগ দিয়ে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে লড়ে কংগ্রেসের অরবিন্দ সিংহ লাভলি, আমআদমি পার্টির (আপ) আতিশিকে হারিয়ে নির্বাচিন হন। ট্যুইটারে প্রায়ই পাকিস্তানের সমালোচনায় সরব হন তিনি। গত এপ্রিলেও গম্ভীর কাশ্মীর নিয়ে ভারতকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে একহাত নিয়ে লেখেন, আফ্রিদি, ইমরান, বাজওয়ার মতো জোকাররা পাকিস্তানি জনতাকে বুদ্ধু বানাতে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিরুদ্ধে বিষ ছড়াতে পারে, কিন্তু শেষ দিন পর্যন্ত কাশ্মীর পাবে না। গত বছর ডিসেম্বরে গম্ভীর পাকিস্তানি ক্রিকেট দলে খেলা একমাত্র হিন্দু দানিশ কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় সেদেশের বেশ কিছু ক্রিকেটারেরও তীব্র সমালোচনা করে বলেন, এটাই ওদেশের আসল চেহারা দেখিয়ে দেয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















