India Pakistan News : ফের হামলার ছক পাকিস্তানের? সক্রিয় হয়েছে ৮ জঙ্গি-ক্যাম্প, বড় আপডেট দিলেন খোদ সেনাপ্রধান
ভারতের স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও এই ঘটনাকে হালা ভাবে নিচ্ছেন না। এই ঘটনাকে ড্রোন অনুপ্রবেশ বলে উল্লেখ করেন তিনি।

নয়াদিল্লি : আবার কি বড়সড় ষড়যন্ত্র করছে পাকিস্তান? আবার কি ভারতের পিঠে ছুরি মারতে উদ্যত পশ্চিমের প্রতিবেশী? সীমান্ত এলাকায় পরপর দুই দিন পাত ড্রোনের চক্কর মারা দেখে এমনটাই সন্দেহ করছে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থা। রবিবারের পর মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা যায় পাকিস্তানি ড্রোন। ভারতের স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও এই ঘটনাকে হালা ভাবে নিচ্ছেন না। এই ঘটনাকে ড্রোন অনুপ্রবেশ বলে উল্লেখ করেন তিনি।
প্রশ্ন উঠেছে, তবে কি অপারেশন সিঁদুরের পর ফের হামলার ছক করছে পাকিস্তান? সেনাপ্রধান জানিয়েছেন, সীমান্তে সক্রিয় জঙ্গিদের ৮টি ট্রেনিং ক্যাম্প। সেগুলির উপর নজর রাখছে ভারতের গোয়েন্দারা। সেনা সবসময় সক্রিয় রয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আশঙ্কা নিয়ন্ত্রণরেখায় ৬টি জঙ্গি প্রশিক্ষণ শিবির সক্রিয় রয়েছে। সেখানে আতঙ্কবাদী তৈরির ট্রেনিং দেওয়া চলছে।
নিয়ন্ত্রণরেখায়, ২টি সীমান্ত এলাকায় ক্যাম্পগুলিতে সব মিলিয়ে ১০০-১৫০ জঙ্গি ঘাপটি মেরে রয়েছে। স্রেফ ছোবল মারার অপেক্ষা। পাকিস্তানি জঙ্গিদের এই ক্যাম্পগুলিতে বিশেষ নজরদারি রাখা হয়েছে ভারতীয় সেনার তরফে। জানিয়েছেন সেনাপ্রধআন। তাঁর আশঙ্কা ইদানিংকালে যে ড্রোনগুলি দেখা গিয়েছে. সেগুলি সীমান্তের এপারে নজরদারির জন্য পাঠানো হয়ে থাকতে পারে।
তিমধ্যেই ভারতীয় সেনার তরফে পাকিস্তান সেনাবাহিনীকে বিষয়টি স্পষ্ট বলা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জ়িরো টলারেন্স নীতির কথা আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তবে পাকিস্তান আছে পাকিস্তানেই। ফের ভারতের সীমায় ড্রোন পাঠালো তারা। তবে একমিনিটও বরদাস্ত করা হয়নি। সঙ্গে সঙ্গে সেনা গুলি ছুড়ে ড্রোনটিকে নামায়। নামানোর পরে তল্লাশিও করা হয় । কার্যত ২ দিনের মধ্যে দুইবার নিয়ন্ত্রণরেখায় দেখা গেল অজ্ঞাত ড্রোন।






















