এক্সপ্লোর
Advertisement
১০ বছর ধরে লিভ ইন করেছে আদিত্য, এবার স্বীকৃতি দেওয়া হল, বললেন বাবা উদিত নারায়ণ
পয়লা ডিসেম্বর উদিত পুত্র আদিত্য নারায়ণের বিয়ে ছিল।
মুম্বই: সদ্য শ্বশুর হয়েছেন উদিত নারায়ণ। ছেলে-পুত্রবধূকে নিয়ে ভরা সংসার। কিন্ত ছেলের বিয়ে যতটা জাঁকজমক করে দেওয়ার ইচ্ছে ছিল, তাতে বাদ সেধেছে করোনা। তার জন্য একরাশ আক্ষেপ উঠে এল বলিউডের একাধিক ছবির সুপারহিট গায়কের কথায়।
পয়লা ডিসেম্বর উদিত পুত্র আদিত্য নারায়ণের বিয়ে ছিল। কিন্তু উদিত চেয়েছিলেন করোনা-কাল অতিক্রান্ত হওয়ার পর বিবাহের আয়োজন করতে। কিন্তু পাত্রীপক্ষ ও ছেলের অনিচ্ছায় সে পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি। উদিতের কথায়, আমার একটাই ছেলে। ইচ্ছে ছিল ঘটা করে ছেলের বিয়ে দেব। কিন্তু কোভিড তো সব উৎসব-অনুষ্ঠান থেকে আনন্দটাই কেড়ে নিয়েছে। ফলে আমি চেয়েছিলাম করোনা মিটে গেলে তারপর ছেলের বিয়ে দেব। কিন্তু ছেলে রাজি হল না। শ্বেতার বাড়ির লোকজনও চেয়েছিল এখনই বিয়ে হোক। আমার ছেলে ও শ্বেতা দশ বছর ধরে লিভ ইন করছে। ফলে ওদের সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সময় এসে গিয়েছে।
কিন্তু সব বন্ধুবান্ধবদের, পরিচিতদের বলতে না পারায় আফসোস এখনও কাটিয়ে উঠতে পারেননি উদিত। তিনি বলেছেন, যেহেতু এক সঙ্গে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ করা যাবে না, সেজন্য আমি আইটিসি মরাঠার তিনটে তলা ভাড়া নিয়েছিলাম। ১৫০ অতিথিকে বলতে পেরেছিলাম। প্রতিটি তলায় ৫০কে আমন্ত্রণ জানিয়েছিলাম। মন্দিরে বিয়ে হয়েছিল। ফলে তিলক অনুষ্ঠান, মেহেন্দি, সঙ্গীত আলাদা করে আয়োজন করা হয়েছিল।
করোনা মিটে গেলে বড় করে অনুষ্ঠান করার জানিয়েছেন উদিত নারায়ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, অমিতাভ বচ্চন, মুকেশ অম্বানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী ফোন করেছিলেন।
ছেলে আদিত্যর বিয়ে করার প্রস্তাব জানিয়ে তাঁদের কাছে এর চেয়েও অনেক ভাল ভাল সম্বন্ধ এসেছিল বলেও অকপটে জানিয়েছেন উদিত নারায়ণ। কিন্তু তাঁর কথায়, ছেলে চেয়েছিল শ্বেতাকে বিয়ে করতে। ও আমার স্ত্রীকে জানিয়েছিল যার সঙ্গে ওর এতদিনের সম্পর্ক ও তাকেই বিয়ে করতে চায়। তখন আমি খুশি হয়েছিলাম। শ্বেতা খুব মৃদুভাষী। মিষ্টি করে কথা বলে। ওকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমরাও খুশি।
|
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement