এক্সপ্লোর
Advertisement
খাওয়ানোর টাকা নেই, ইংল্যান্ডের চিড়িয়াখানা মালিকরা জন্তুদের মেরে ফেলার হুমকি দিলেন
গত সপ্তাহে এমনই খবর আসে ইন্দোনেশিয়ার এক চিড়িয়াখানা থেকেও। কর্তৃপক্ষ জানায়, অন্য জন্তুদের খাবারের ব্যবস্থা করতে কিছু জন্তুকে মারতে হবে তাদের।
লন্ডন: ইংল্যান্ডের একটি চিড়িয়াখানার মালিকরা হুমকি দিয়েছেন, পোষা জন্তুগুলোকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন তাঁরা। কারণ, এত জীবজন্তুকে নিয়মিত খাওয়ানোর টাকা তাঁদের কাছে নেই।
বোর্থ ওয়াইল্ড অ্য়ানিম্যাল কিংডম নামে ওই চিড়িয়াখানার মালিক এক দম্পতি, নাম ট্রেসি ও ডিন টুইডি। সরকারের থেকে ২৫,০০০ পাউন্ড সাহায্য পেয়েছেন তাঁরা কিন্তু তাঁদের বক্তব্য, সেই টাকা শেষ হতে আর অল্পদিন। প্রতি সপ্তাহে চিড়িয়াখানার ৩,০০ জন্তুকে খাওয়াতে ৩,০০০ পাউন্ড লাগে, যদি তাদের অন্য কোথাও পাঠানো না যায়, তবে হয়তো সবাইকে মেরেই ফেলতে হবে।
২০১৬ সালে এই দম্পতি চিড়িয়াখানাটি কেনেন বলে খবর। তারপর থেকে এখানকার বাসিন্দাদের যত্ন নিতে নিয়মিত সমস্যায় পড়েছেন তাঁরা। এ বছরের শুরুতেও এই চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়, কারণ প্রশিক্ষিত বন্দুকধারী পাহারাদার পাওয়া যাচ্ছিল না। পরের মাসে চিড়িয়াখানা খোলে।
দম্পতি বলেছেন, ওই ৩০০ জন্তুর জন্য তাঁরা নতুন আশ্রয় খুঁজছেন। পাওয়া গেলে সব দিক থেকে উদ্ধার, তা না হলে ইঞ্জেকশন দিয়ে এতগুলো জন্তু মারতে হবে। গত সপ্তাহে এমনই খবর আসে ইন্দোনেশিয়ার এক চিড়িয়াখানা থেকেও। কর্তৃপক্ষ জানায়, অন্য জন্তুদের খাবারের ব্যবস্থা করতে কিছু জন্তুকে মারতে হবে তাদের। মূলত বুড়ো হয়ে যাওয়া হরিণ আর পাখিদের মারার কথা ভাবছে তারা, সেই মাংস চিড়িয়াখানার বাঘ সিংহদের খাওয়ানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement