Russia-Ukraine War: রুশ বোমায় ধূলিস্মাৎ বাড়ি, কান্নাভেজা চোখে জাতীয় সঙ্গীত গেয়ে চলেছেন ইউক্রেনিয়ান মহিলা
Russia Ukraine Conflict: চোখের জল চেপে ধরে গেয়ে চলেছেন তিনি। যদিও শেষমেশ ভেঙেই পড়লেন। কান্নার জল বাঁধ মানেনি। "লং লিভ ইউক্রেন" বলে হাউহাউ করে কেঁদে ফেললেন ওকসানা।
নয়া দিল্লি: রাশিয়ার ক্রমাগত হামলায় বিধ্বস্ত ইউক্রেনের নাগরিক জীবন। গুলি, বোমা, মিসাইলের হামলায় সময় যত এগোচ্ছে তত ত্রস্ত হয়ে উঠছে ইউক্রেন। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে চলেছেন সে দেশবাসীরা। দুই দেশের এই সঙ্কটের মধ্যেই জীবনের অগ্নিপরীক্ষার মুখোমুখি হচ্ছে একাধিক ইউক্রেনিয়রা। সেই লড়াইয়ের বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে এক ইউক্রেনীয় মহিলা তার ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় অশ্রুসিক্তভাবে দেশের জাতীয় সঙ্গীত গাইছেন। এই ভিডিওটি সাম্প্রতিক সময়ে অনলাইনে ভাইরাল হয়েছে। শুধু তাই নয় মহিলার মানসিক অবস্থা নেটিজেনদেরও নাড়া দিয়ে গিয়েছে।
A woman in Kiev sings Ukraine's national anthem from her bombed apartment as she cleans the leftover shards of glass. pic.twitter.com/HMWCB43nfg
— NEWS ONE (@NEWSONE46467498) February 26, 2022
সোশাল মিডিয়ায় জানা গিয়েছে ওকসানা গুলেনকো নামের ওই মহিলার বাড়ি ভগ্নপ্রায় রুশ হামলায়। বোমা বিধ্বস্ত বাড়ি থেকে কাঁচের টুকরো পরিষ্কার করার সময় জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় তাঁকে। দেশের এই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার কাজটিই করে চলেছেন ওকসানা। তাঁকে দেখা যায় চোখের জল চেপে ধরে গেয়ে চলেছেন তিনি। যদিও শেষমেশ ভেঙেই পড়লেন। কান্নার জল বাঁধ মানেনি। "লং লিভ ইউক্রেন" বলে হাউহাউ করে কেঁদে ফেললেন ওকসানা।
ইতিমধ্যেই ভিডিওটি ৬৮ হাজারের বেশি দর্শক দেখেছেন। ইউক্রেনিয় মহিলার এই অবস্থা দেখে নেটিজেনরাও কেঁদে ফেলেছেন। সেই কমেন্টে কমেন্টে ছয়লাপ পোস্ট। দেশপ্রেমের এহেন নজির দেখা তাও এমন যুদ্ধবিধ্বস্থ পরিস্থিতিতে তা সহজ নয় মানছেন অনেকেই।