Dharmendra Pradhan on Fake Universities: উত্তরপ্রদেশে ৮, বাংলায় রয়েছে দুই ভুয়ো বিশ্ববিদ্যালয় !
দেশের ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার ওপরে নাম রয়েছে উত্তরপ্রদেশের। ৮টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে ইউপিতে।এই তালিকায় নাম রয়েছে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের।
নয়া দিল্লি: দেশের ২৪টি স্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। এই তালিকায় নাম রয়েছে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের। সংসদে লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন- ছাত্র, অভিভাবক, পড়ুয়া ও সংবাদ মাধ্যমের অভিযোগের ভিত্তিতে স্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ভুয়ো ঘোষণা করেছে ইউজিসি। এই তালিকায় নাম রয়েছে আরও দুই বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ভারতীয় শিক্ষা পরিষদ(লখনউ) ছাড়াও দিল্লির কুতুব এনক্লেভের 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট' (IIPM)। ইউজিসির ১৯৫৬ সালের আইন মানেনি এই বিশ্ববিদ্যালয়গুলি। ওই দুই বিশ্ববিদ্যালয়ের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
দেশের ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার ওপরে নাম রয়েছে উত্তরপ্রদেশের। ৮টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে ইউপিতে। এগুলি হল বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়(বারাণসী), মহিলা গ্রাম বিদ্যাপীঠ (এলাহবাদ), গাঁধী হিন্দি বিদ্যাপীঠ এলাহাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর), নেতাজি সুভাষ চন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি (আলিগড়), উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা), মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় (প্রতাপগড়), ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ (নয়ডা)।
ভুয়ো বিশ্ববিদ্যালেয়র তালিকায় পিছিয়ে নেই দিল্লির নাম। রাজধানীতে সাতটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করেছে ইউজিসি। এই লিস্টে রয়েছে- কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুরিড়িসিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি)।
পশ্চিমবঙ্গে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারেনটিভ মেডিসিন(কলকাতা), ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (কলকাতা)-র নাম। ওড়িশায় এই ভুয়ো বিশ্ববিদ্যালেয় নাম রয়েছ দুই স্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের। এগুলি হল নবভারত শিক্ষা পরিষদ(রৌরকেল্লা) ও নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।
এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে বাদ যায়নি কর্ণাটক, কেরল, পুদুচেরি ও মহারাষ্ট্রের নাম। এই রাজ্যগুলিতেও একটি করে স্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তকমা দিয়েছে ইউজিসি।