Taliban Polio News: আফগানিস্তানে পোলিও টিকাকরণ বন্ধ করল তালিবান! জানানো হল না কারণও
Afghanistan Polio Vaccination: সেপ্টেম্বরেই টিকাকরণ অভিযান শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তালিবান রাষ্ট্রসংঘকে জানায়, কর্মসূচি স্থগিত রাখতে।
![Taliban Polio News: আফগানিস্তানে পোলিও টিকাকরণ বন্ধ করল তালিবান! জানানো হল না কারণও United Nations announced Taliban suspends polio vaccination in Afghanistan Taliban Polio News: আফগানিস্তানে পোলিও টিকাকরণ বন্ধ করল তালিবান! জানানো হল না কারণও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/16/b944fd77c0521f463fb11cec6563a46f1726503558338223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: আফগানিস্তান ও পাকিস্তানে পোলিও ছড়িয়েছে মারাত্মকভাবেই। অথচ এবার সেই প্রেক্ষাপটে আফগানিস্তানে পোলিও টিকাকরণ বন্ধ করল তালিবান। সোমবার এমনটাই জানাল রাষ্ট্রসংঘ। কেন টিকাকরণ বন্ধ করা হল? এই প্রশ্নের উত্তর তালিবান সরকারের তরফে জানান হয়নি, এমনটাই জানাল রাষ্ট্রসংঘ।
সেপ্টেম্বরেই টিকাকরণ অভিযান শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তালিবান রাষ্ট্রসংঘকে জানায়, কর্মসূচি স্থগিত রাখতে। যদিও সরকারিভাবে এর কারণ কিছু জানান হয়নি বলেই দাবি করেছে রাষ্ট্রসংঘ। তালিবানদের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার বিশেষজ্ঞ চিকিৎসকরা। তালিবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিরা এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেননি। এর জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। আফগানিস্তান এবং পাকিস্তান বিশ্বের একমাত্র দুটি দেশ যেখানে এই মারাত্মক রোগের বিস্তার নির্মূল করা যায়নি।
আরও পড়ুন, বিপদসীমার উপরে বইছে নদী, কঙ্কালীতলায় বন্ধ পুজো! রাজ্য সড়কে বন্ধ যান চলাচল
আফগানিস্তানে ইতিমধ্যেই ১৬টি এলাকায় ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ ১ (WPV1) এর মোট ৫৬টি ঘটনা প্রকাশ্যে এসেছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চল এখনও সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত।
প্রতিবেশী পাকিস্তানেও পোলিও টিকাকরণ কর্মসূচির অবস্থা তথৈবচ। সেখানে প্রায়ই টিকাকরণে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালায় জঙ্গিরা। মানুষ যাতে টিকা না নেয়, সে বিষয়ে প্রচার চালায় জঙ্গি সংগঠনগুলি। গত তিন বছরে, দেশে পোলিও আক্রান্তের সংখ্যা বেড়েছে, ভাইরাসটি এমন প্রদেশে ছড়িয়ে পড়েছে যেগুলি দীর্ঘ সময়ের জন্য রোগমুক্ত ছিল।
ডব্লিউএইচও চলতি বছর আফগানিস্তানে ১৮ জন পোলিও রোগী শনাক্ত করেছে, যেখানে ২০২৩ সালে ৬ জন রোগী শনাক্ত করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)