West Bengal News: বিপদসীমার উপরে বইছে নদী, কঙ্কালীতলায় বন্ধ পুজো! রাজ্য সড়কে বন্ধ যান চলাচল
West Bengal Rain: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীতে বেড়েছে জল স্তর।
নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় জেলায় জেলায় দুর্যোগ। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে নদীতে বেড়েছে জলস্তর। বিপদসীমার উপরে বইছে জল। এই পরিস্থিতিতে রাজ্য সড়কে বিপদসীমার ওপর বইছে জল, ২ ধরে বন্ধ যান চলাচল।টানা বৃষ্টিতে ২ দিন ধরে জলের তলায় বাঁকুড়ার মেজিয়ার মাতাবেল কজওয়ে। ফলে মেজিয়া-ছাতনা রাজ্য সড়কে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন।
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীতে বেড়েছে জলস্তর। বাঁকুড়ার মেজিয়ায় রাজ্য সড়কের উপর মাতাবেল কজওয়ে একেবারে জলের তলায়। এর ফলে গতকাল থেকে মেজিয়া- ছাতনা রাজ্য সড়কে বন্ধ যানচলাচল।
জেলায় জেলায় দুর্যোগ
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর জনমগ্ন। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালে মূল গেটে এক হাঁটু জল জমে গিয়েছে। বাধ্য হয়ে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে রোগীর পরিবারে লোকজনদের। নিকাশি সমস্যার জন্য জল জমছে বলে জানা গেছে।
আরও পড়ুন, ভাইকে উদ্ধার করতে গিয়ে ২ কিশোরীর মর্মান্তিক মৃত্যু! গঙ্গায় তলিয়ে গেল দেহ
অন্যদিকে, তিলপাড়া জলাধার থেকে সাড়ে সাত হাজার কিউসেট জল ছাড়া হল। বক্রেশ্বর নদীর জল বাড়তেই ডুবে গেল বোলপুরে আমোদপুর রাস্তা। যান চলাচল বন্ধ। এর ফলে ময়ূরেশ্বর নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভাবে লাগাতার বৃষ্টি হলে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্রেশ্বর নদীর জল বাড়তেই ডুবে গেল বোলপুরে আমোদপুর রাস্তা। যান চলাচল বন্ধ।
এদিকে, কঙ্কালীতলায় কঙ্কালী মায়ের গর্ভগৃহে কোপাই নদীর জল ঢুকে গিয়েছে। মন্দিরে পুজো বন্ধ। অস্থায়ী ভাবে শিব মন্দিরের ভিতরে পুজো চলছে। পূণ্যার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে