এক্সপ্লোর
Advertisement
‘নাক-কান কাটা সূর্পনখা এতে মুখ ঢেকেছিল, সন্ত্রাসবাদীরাও এর আড়ালে হামলা করতে পারে’, অন্য সব দেশের মতো ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবি বিজেপি নেতার
রঘুরাজের দাবি, যেহেতু সূর্পনখার নাক, কান কাটা গিয়েছিল, তাই সে বোরখায় মুখ ঢেকে আরব মরুভূমিতে পালিয়েছিল। কিন্তু মানুষের বোরখার প্রয়োজন নেই।
নয়াদিল্লি: শ্রীলঙ্কা, চিন, আমেরিকা, কানাডার মতো দেশে বোরখা পরা হয় না বলে দাবি করে ভারতেও তা নিষিদ্ধ করার দাবি তুললেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা।
উত্তরপ্রদেশ সরকারের রাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার অধিকারী ওই নেতা, রঘুরাজ সিংহ সাংবাদিকদের বলেছেন, অন্য আরও দেশের মতো এ দেশেও নিষিদ্ধ হওয়া চাই বোরখা। কেননা সন্ত্রাসবাদীরা বোরখার আড়ালে হামলা চালাতে পারে।
বোরখা দেশের নিরাপত্তা, সুরক্ষার ক্ষেত্রে বিপদ বলে ব্যাখ্যা করে রঘুরাজ বলেন, দিল্লির শাহিনবাগে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থানে বোরখা দেখা যাচ্ছে। বোরখা সন্ত্রাসবাদী, জঙ্গি, চোর-ছ্যাঁচোড়, সমাজবিরোধীদের তার আড়ালে মুখ ঢাকতে সাহায্য করে। সুতরাং বোরখা জাতীয় নিরাপত্তার সামনে বিপদ, সন্ত্রাসবাদ দমন করতে হলে তা নিষিদ্ধ করতে হবে।
এমনকী বোরখার সঙ্গে রাবনের বোন সূর্পনখার যোগসূত্র আছে বলেও দাবি করেন রঘুরাজ। তবে এর কোনও সূত্র উল্লেখ করেননি তিনি। রঘুরাজের দাবি, যেহেতু সূর্পনখার নাক, কান কাটা গিয়েছিল, তাই সে বোরখায় মুখ ঢেকে আরব মরুভূমিতে পালিয়েছিল। কিন্তু মানুষের বোরখার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মক্কায় শয়তানদের গুরু শুক্রাচার্য্য একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, সেখান থেকেই বোরখা পরার চল শুরু হয়। এটা হিন্দুস্তান, হিন্দুদের রীতি, ঐতিহ্যই মানা হবে এখানে। এটাই আমাদের ইচ্ছা।
উত্তরপ্রদেশ সরকারের শ্রম দপ্তরের সংশ্লিষ্ট একটি সেলের সদস্য রঘুরাজ এর আগে বিতর্কে জড়িয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়ায়।
কংগ্রেস নেতা পি এল পুনিয়া, আপ নেতা সঞ্জয় সিংহ রঘুরাজের মন্তব্যের নিন্দা করলেও বিজেপির সামনের সারির নেতা সিদ্ধার্থনাথ সিংহের দাবি, ওটা রঘুনাথের ব্যক্তিগত অভিমত, দল তা অনুমোদন করে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement