(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video: ৪ মিনিটে ৩৮ বার জুতোর মার! অভিযুক্ত খোদ পুলিশ
UP Police: বর্বরোচিত ঘটনা উত্তরপ্রদেশের হারদোই। এক যুবককে জুতো দিয়ে পেটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
উত্তরপ্রদেশ: এ যেন রক্ষকই ভক্ষক। ফের বর্বরোচিত ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোই। এক যুবককে জুতো দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধেই। ভাইরাল ভিডিওটি (Viral Video) প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়েছে। দিনেশ নামের ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ওই যুবককে ৪ মিনিটে ৩৮ বার জুতো দিয়ে মেরেছেন কনস্টেবল দিনেশ। কেন ওই যুবককে পেটালেন দিনেশ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত ওই কনস্টেবল শাহাবাদ কোতোয়ালি এলাকায় মোটরসাইকেল স্কোয়াডে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম দুর্গেশ কুমার সিং জানিয়েছেন ওই কনস্টেবল পিআরবি ডিউটিতে নিযুক্ত ছিলেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তাকে সাসপেন্ড করা হয়েছে।
সূত্রের খবর, দোকানে জিনিস কেনার সময় এই বচসা হয়। ওই কনস্টেবল একটি দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন। সেই একই দোকানে ওই যুবকও জিনিস কিনতে গিয়েছিলেন। সেখানেই কোনও কারণে ২ জনের মধ্যে বচসা হয়, তারপরেই তা আরও ভয়ানক আকার নেয়। ওই কনস্টেবল জুতো খুলে ওই যুবককে মারধর করেন। সেই ঘটনাটিই কেউ ভিডিও রেকর্ড করেন। তারপরেই তা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়। ওই কনস্টেবল সাদা পোশাকে ছিলেন।
মারধরের সময় কোনও স্থানীয় বাসিন্দা ভিডিওটি করেছিলেন বলে মনে করা হচ্ছে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে পুলিশমহলে তোলপাড় শুরু হয়ে যায়। আগেই হারদোইতে পরিদর্শনে এসেছিলেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি পীযূষ মোরদিয়া। পুলিশ লাইনে পর্যালোচনা বৈঠকের পরে পুলিশের সব স্তরে তিনি নির্দেশ দিয়েছিলেন পুলিশ যেন জনসাধারণের প্রতি তাদের আচরণ সুষ্ঠু ও মযার্দাপূর্ণ রাখে। তারপরেই এমন ভিডিও প্রকাশ্যে আসাতে শুরু হয়েছে তরজা।
অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম দুর্গেশ কুমার সিং জানিয়েছেন, যে ওই কনস্টেবল পিআরবি ডিউটিতে নিযুক্ত ছিলেন। এক ব্যক্তিকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ওই কনস্টেবল সাধারণ এক ব্যক্তিকে মারছেন। পুলিশ সুপার ওই কনস্টেবলকে সাসপেন্ড করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এ বিষয়ে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
আরও পড়ুন: হঠাৎ কলকাতায় ঝালদা পুরসভার ২ কাউন্সিলর! 'দখলের চেষ্টা', অভিযোগ কংগ্রেসের