এক্সপ্লোর
করোনার ওষুধ বের করে ফেলেছেন! দাবি করে উত্তরপ্রদেশে গ্রেফতার ১ ব্যক্তি
পুলিশ সূত্রের খবর, টীক্কা দেওরি গ্রামে, রাকেশ কুমার সিংহ নামে এক ব্যক্তি গ্রামবাসীদের কাছে দাবি করছিলেন, তিনি এক ওষুধ আবিষ্কার করেছেন, তাতে করে কোভিড-১৯ এর রোগী ভাল হয়ে যায়।

ফাইল ছবি।
বালিয়া: করোনা ভাইরাসের প্রতিষেধক বের হতে এখনও বছর দেড়েক, এমনটাই আন্দাজ বিশেষজ্ঞদের। কী উপায়ে এই মারণ ভাইরাস বাগে আসবে, তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ম্যালেরিয়া ও এইচআইভির ওষুধে কিছুটা কাজ হচ্ছে দেখেই, বিশ্বজুড়ে বেড়েছে এইসব ওষুধের চাহিদা। এরই মধ্যে উত্তরপ্রদেশের বালিয়ার এক ব্যক্তি দাবি করে বসলেন, করোনা সারানোর উপায় তিনি বের করে ফেলেছেন! পুলিশ সূত্রের খবর, টীক্কা দেওরি গ্রামে, রাকেশ কুমার সিংহ নামে এক ব্যক্তি গ্রামবাসীদের কাছে দাবি করছিলেন, তিনি এক ওষুধ আবিষ্কার করেছেন, তাতে করে কোভিড-১৯ এর রোগী ভাল হয়ে যায়। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। বারবার করে সরকারের তরফে গুজব ছড়াতে বারণ করা সত্ত্বেও ঘটেই চলেছে এমন ঘটনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















