এক্সপ্লোর
Advertisement
বাড়ি ঢুকে একলা নাবালিকাকে ধর্ষণ, চিত্কার করায় নাক কেটে দিল যুবক!
শারদানগর এলাকায় বাড়ি মেয়েটির। বাবা-মা পেশায় দিনমজুর। গতকাল দুপুরে তারা বাড়ি না থাকায় অভিযুক্ত হাজির হয়। জোর করে ভিতরে ঢুকে ছুরি দেখিয়ে দরজা বন্ধ করে মেয়েটির ওপর চড়াও হয় সে।
নয়াদিল্লি: নির্বিচার নৃশংসতার নজির তৈরি হল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়। ১৬ বছরের মেয়েকে তার বাড়ি ঢুকে ধর্ষণ করল ২০ বছরের ছেলে। রবিবার দুপুরে বাড়িতে একা ছিল মেয়েটি। তার থেকেও ভয়াবহ হল, সাহায্য চাইলে মেয়েটি চিত্কার করলে রাগে তার নাক কেটে দিল সে! অভিযুক্তের নাম গৌতম রাইদাস।
ঘটনার পর মেয়েটি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গেলে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়, পুলিশকেও জানায়।
শারদানগর এলাকায় বাড়ি মেয়েটির। বাবা-মা পেশায় দিনমজুর। গতকাল দুপুরে তারা বাড়ি না থাকায় অভিযুক্ত হাজির হয়। জোর করে ভিতরে ঢুকে ছুরি দেখিয়ে দরজা বন্ধ করে মেয়েটির ওপর চড়াও হয় সে। মেয়েটি ভয়ে চিত্কার করে উঠলে তার মুখ বন্ধ করতে হামলা করে ছেলেটি। তার নাক কেটে দিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়। পরে মেয়েটি নিজেকে সামলে সাহস সঞ্চয় করে প্রতিবেশীদের বাড়ি গিয়ে সব জানায়।
মেয়েটির স্থানীয় হাসপাতালে চিকিত্সা চলছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৬ (মারাত্মক অস্ত্রের আঘাতে ইচ্ছে করে আঘাত করা), ৫০৪ (শান্তিভঙ্গ করতে উদ্দেশ্যমূলক অপমান) , ৫০৬ (অপরাধের জন্য ভীতিপ্রদর্শন) ধারায় ছেলেটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। নাবালক-শিশু যৌন নির্যাতন রোধ আইনের ধারায়ও অভিযুক্ত হয়েছে সে। ছেলেটি পলাতক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement