US 5G Rollout: ৫জি পরিষেবা ঘিরে আতঙ্ক কাটিয়ে আমেরিকাগামী উড়ান চালু এয়ার ইন্ডিয়ার
US 5G Rollout: এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং এয়ার ইন্ডিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে B777 চালানোর অনুমতি দিয়েছে..
নয়া দিল্লি : আমেরিকায় ফাইভ জি পরিষেবা (5G Service) চালু ঘিরে আতঙ্কের পর B777-এর অপারেশন পুনরায় শুরু করল এয়ার ইন্ডিয়া (Air India)। আমেরিকা প্রশাসনের অনুমোদন নেওয়ায় পরই উড়ান পরিষেবা শুরু হয়। এর আগে এই ইস্যুতে আমেরিকাগামী আটটির বেশি উড়ান (Flight) বাতিল করেছিল ভারত।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং এয়ার ইন্ডিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে B777 চালানোর অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী প্রথম উড়ান আজ সকালে জন এফ কেনেডির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিন অন্যান্য বিমানগুলি যাচ্ছে শিকাগো (Chicago) এবং সান ফ্রান্সিসকোর (San Fransisco) উদ্দেশ্যে। আটকে পড়া যাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে B777 উড়ানের বিষয়ে যে সমস্যা হয়েছিল তার সমাধান হয়ে গেছে।”
আরও পড়ুন ; ফাইভ জি ঘিরে বিপর্যয়ের আশঙ্কা, আমেরিকা যাওয়ার উড়ান বাতিল একাধিক দেশের
এর আগে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে 5G ওয়্যারলেস নেটওয়ার্কের রোলআউটের শুরুর কারণে, ভারত সেদেশ এবং সেখান থেকে আটটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল করেছিল। এয়ার ইন্ডিয়র তরফে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে 5G নেটওয়ার্ক স্থাপনের কারণে ১৯ জানুয়ারি নিম্নলিখিত ফ্লাইটগুলি পরিচালনা করা যাবে না।
৬ হাজার পাইলট-বিশিষ্ট ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) এনিয়ে উদ্বেগ প্রকাশ করে। রেডিও উচ্চতা মিটারের মতো বিমানের সংবেদনশীল সরঞ্জামের সঙ্গে 5G ওয়্যারলেস সিগন্যালের সম্ভাব্য সমস্যায় বিমান চলাচলের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
এই পরিস্থিতিতে ভারত-সহ একাধিক দেশ আমেরিকাগামী বিমান বাতিল করে। সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মায়ামি, নেওয়ার্ক, সিয়াটল-সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের উড়ান সংস্থা। এই পরিস্থিতিতে আপাতত ফাইভ জি পরিষেবা চালুর সিদ্ধান্ত সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কিন্তু আগামী দিনে তাদের সিদ্ধান্তের উপরই দেশের উড়ান পরিষেবা নির্ভর করছে।