Afghanistan-Pakistan Conflict: 'আমি যুদ্ধ থামাতে সিদ্ধহস্ত', এবার আফগানিস্তান-পাকিস্তানের দ্বন্দ্ব থামাতে চান ট্রাম্প
Donald Trump : ২০২১ সালে তালিবান কাবুলে ক্ষমতা দখলের পর সবথেকে বড় সংঘর্ষ শুরু হয়েছে দুই দেশের মধ্যে। যা নজরে এসেছে আমেরিকার প্রেসিডেন্টের।

ইসলামাবাদ : আজই গাজা সংঘর্ষবিরতি চুক্তিতে ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। 'নতুন শুরুর' ঘোষণা করেছেন এই দ্বন্দ্ব থামানোর মধ্যস্থতাকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, আরও একবার তিনি আটটি যুদ্ধ থামানোর দাবি করেছেন। ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ থামার প্রক্রিয়া যখন শুরু হচ্ছে, সেই আবহেই নতুন কোন দুই দেশের দ্বন্দ্ব তিনি থামাতে চলেছেন সেই ঘোষণাও করে দিলেন ট্রাম্প। সম্প্রতি সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তাতে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। ২০২১ সালে তালিবান কাবুলে ক্ষমতা দখলের পর যা সবথেকে বড় সংঘর্ষ এই দুই দেশের মধ্যে। বিষয়টি নজরে এসেছে আমেরিকার প্রেসিডেন্টের।
কী ঘটেছে ?
শনিবার রাতে, তালিবান বাহিনী ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টগুলিতে হামলা চালায়। পরে পাকিস্তানি বাহিনীও পাল্টা জবাব দেয়। রবিবার ভোরে বন্দুক, কামান এবং ড্রোন দিয়ে গুলি বিনিময় শুরু হয়। রবিবারও কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। পাকিস্তান জানিয়েছে যে, তাদের ২৩ জন জওয়ান নিহত হয়েছেন এবং তালিবান জানিয়েছে যে, তাদের ৯ জন জওয়ান নিহত হয়েছেন। যদিও উভয় পক্ষই দাবি করেছে যে, তারা একে অপরের থেকে অন্যপক্ষের অনেক বেশি ক্ষতি করেছে।
কী কারণে লড়াই ?
পাকিস্তানের নিরাপত্তা আধিকারিকদের মতে, গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। যেখানে পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠীর প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সে বেঁচে গেছে কিনা তা স্পষ্ট নয়। তালিবান জানিয়েছে যে, শনিবারের হামলাটি আফগান আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে করা হয়েছে।
ট্রাম্প কী বলেছেন ?
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উড়ে যাওয়ার পথে ট্রাম্প বলেন, "আমি শুনেছি, আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা জানেন, আমি আরও একটা শেষ করছি। কারণ, আমি যুদ্ধ থামাতে সিদ্ধহস্ত।"
এদিন ইজরায়েল-হামাস গাজা সংঘর্ষবিরতির ঘটনাকে কেন্দ্র করে ইজরায়েলেরে সংসদে বক্তব্য রাখেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, "অনেক ধন্য়বাদ, বিবি। অসাধারণ কাজ।" ট্রাম্প বলেন, "নতুন মধ্যপ্রাচ্যের এটা একটা ঐতিহাসিক ভোর। আর এত বছরের অবিরাম যুদ্ধ এবং অন্তহীন বিপদের পর, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন স্থির, এবং সূর্য উদিত হচ্ছে এমন একটি পবিত্র ভূমিতে যা অবশেষে শান্তিতে রয়েছে, এমন একটি ভূমি এবং একটি অঞ্চল যা ঈশ্বরের ইচ্ছায় চিরকাল শান্তিতে বাস করবে। এটা শুধুমাত্র যুদ্ধের শেষ নয়, নতুন মধ্যপ্রাচ্যের এটা একটা ঐতিহাসিক ভোর। পণবন্দিরা ফিরে এসেছেন। বলতে গেলে, খুব ভাল লাগছে।" বক্তৃতার সময়, তিনি আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবির পুনরাবৃত্তি করে বলেন, "যখন আপনি আট মাসে আটটি যুদ্ধের মীমাংসা করেন, তখন এর অর্থ আসলে আপনি যুদ্ধ পছন্দ করেন না।"






















