Kedarnath Dham Reopen: ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ, চারধাম যাত্রার প্রস্তুতি তুঙ্গে
Chardham Yatra 2023: হেঁটে যাওয়ার পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও পৌঁছনো যাবে কেদারনাথে।
নয়াদিল্লি: এই মাসেই দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে কেদারনাথ ধাম। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ এপ্রিল থেকে খুলছে কেদারনাথ। এবার হেঁটে যাওয়ার পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও পৌঁছনো যাবে কেদারনাথে।
কী কী ব্য়বস্থা:
রাজ্য় পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে। কেদারনাথ ধামে হেলিকপ্টারে করে যাওয়ার জন্য আগে থেকে অনলাইন বুকিং করা যাবে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর মাধ্যমে হেলিকপ্টারের জন্য অনলাইন বুকিং করা যাবে। উত্তরাখণ্ডের ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফে মার্চের প্রথমে জানানো হয়েছিল আগামী চারধাম যাত্রার জন্য এখনও পর্যন্ত মোট ৬ লক্ষ ৩৪ হাজার জন দর্শনার্থীর রেজিস্ট্রেশন হয়েছে। এখন সেই সংখ্যাটা আরও বেড়েছে। এর মধ্যে কেদারনাথ ধামের জন্য রেজিস্ট্রেশন হয়েছে ২ লক্ষ ৪১ হাজার জনের, বদ্রীনাথ ধামের জন্য নথিভুক্তি হয়েছে ২ লক্ষ ১ হাজার জনের। যমুনোত্রীর জন্য নথিভুক্তি হয়েছে ৯৫ হাজার ১০৭ জনের। গঙ্গোত্রীর জন্য নাম নথিভুক্তি হয়েছে ৯৬ হাজার ৪৪৯ জনের।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেন, 'চারধাম যাত্রার জন্য স্বাস্থ্য এটিএম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দর্শনার্থীদের একাধিক সুবিধা দেওয়া হবে। চারধাম যাত্রার পথে ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে এর মাধ্যমে।'
১১ মার্চ থেকেই রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন চারধাম যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছে। ২২ এপ্রিল থেকে শুরু হবে এই যাত্রা। উত্তরাখণ্ডের চারধাম তীর্থ হিন্দু ধর্মাবলম্বীরা অন্যতম পবিত্র তীর্থ বলে মনে করে। চারটি স্থান নিয়ে হয় এই চারধাম যাত্রা। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী।
Kedarnath Dham to open for devotees on April 25
— ANI Digital (@ani_digital) April 5, 2023
Read @ANI Story | https://t.co/lZawFpOWjh#KedarnathDham #Uttarakhand pic.twitter.com/SWAfdr1Y9o
হিমালয়ের উচ্চ পার্বত্য এলাকায় অবস্থিত এই চারধাম বছরের ৬ মাস বন্ধ থাকে। গরমের মরসুমে এপ্রিল-মে মাস নাগাদ ওটা খোলে। শীতের আগে আবার বন্ধ হয়ে যায়। যে সময় ওই তীর্থস্থান খোলে। সেই সময়েই দর্শনার্থীদের জন্য় খুলে দেওয়া হয় মন্দির, তখনই উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
এপ্রিলেই শুরু হচ্ছে চারধাম যাত্রা। ২২ এপ্রিল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির খুলছে। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলছে।