Covishield for Children: নতুন বছরেই ৩ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকা আসছে, ঘোষণা কোভিশিল্ডের
CII পার্টনারশিপ সামিটে এদিন সংস্থা প্রধান আদর পুনাওয়ালা বলেন যে ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য করোনা ভ্যাকসিন আনা হচ্ছে।
![Covishield for Children: নতুন বছরেই ৩ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকা আসছে, ঘোষণা কোভিশিল্ডের Vaccine for children aged 3 years and above will be launched in the next 6 months:Adar Poonawalla Covishield for Children: নতুন বছরেই ৩ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকা আসছে, ঘোষণা কোভিশিল্ডের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/14/7d700f11134522adb0c4916cd3945919_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: ওমিক্রন (Omicron) আবহে বড় ঘোষণা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Seram Institute of India )। CII পার্টনারশিপ সামিটে এদিন সংস্থা প্রধান আদর পুনাওয়ালা বলেন যে ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য করোনা ভ্যাকসিন আনা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই টিকা পেতে চলেছে শিশুরা।
ওমিক্রন আবহে CII Partnership Summit -এ একথা জানান পুনাওয়ালা। তিনি বলেন, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আমাদের হাতে এখন রয়েছে। এখন এটা বলা যাবে যে বুস্টার ভ্যাকসিনের ডোজগুলি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করছে, ফলে এটি প্রমাণিত যে এই ডোজগুলি নিরাপদ।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, ওমিক্রনে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। দক্ষিণ আফ্রিকা, ইউরোপে এই প্রজাতিতে শিশুরাও আক্রান্ত হয়। -এর প্রধান বিজ্ঞানী বলেন, "শিশুদের জন্য অনেক টিকা পাওয়া যায় না এবং খুব কম দেশেই শিশুদের টিকা দেওয়া হয়। শিশু এবং টিকা না দেওয়ায় বেশি সংক্রমণে আক্রান্ত হতে পারে। আমরা এখনও শিশুদের উপর ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবের তথ্যের জন্য অপেক্ষা করছি।"
আরও পড়ুন, স্বস্তি নেই ! ছড়াচ্ছে ওমিক্রন, দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১
এই আবহে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এই ঘোষণায় আশ্বস্ত হচ্ছে দেশ। সম্প্রতি মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে এক ৩ বছরের এক শিশু আক্রান্ত হয়। মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে ছিল ৩ বছরের শিশুটিও।
এর আগে শিশুদের উপর নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছিল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া যায়, জুলাই মাসে এই ট্রায়াল শুরু করার লক্ষ্য নিয়েছিল সিরাম ইনস্টিটিউট। সূত্রের খবর, অগাস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২০ কোটি ভ্যাকসিন প্রস্তুত করতে চেয়ে আবেদনও করেছিল আদর পুনাওয়ালার সংস্থা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)