Bangladesh News: রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, দফায় দফায় ছাত্র-সংঘর্ষ
ABP Ananda LIVE: অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ । ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও ৭টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ । গতকাল সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ । ঢাকার নীলক্ষেত Bangladesh Update: এলাকায় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । গোলমাল থামাতে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে । সংঘর্ষে বহু ছাত্র জখম । ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ । ক্ষমা চাইতে হবে প্রো ভাইস চ্যান্সেলরকে, দাবি ছাত্রদের, বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে।
কাঁকসার ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ, ধৃত এক
কাঁকসার ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ধৃত পাস করা ইঞ্জিনিয়ার ও ECL-এর এক কর্মী। অপহরণকাণ্ডে মোট ৫ জনকে গ্রেফতার করেছে বুদবুদ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত ১ লক্ষ ১২ হাজার টাকা, গাড়ি ও বাইক। অভিযোগ, ১০ জানুয়ারি জাতীয় সড়ক লাগোয়া পানাগড় বাইপাস থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, এরপর ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা, শেষমেশ ৬ লক্ষ টাকায় রফা হয় মারধর করে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। CC ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের হদিশ মেলে। নেশার টাকা জোগাড় করতেই দুষ্কৃতীদের দলে ভিড়েছিলেন বি টেক পাস যুবক ও ECL-এর কর্ম,অনুমান পুলিশের।


















