Hospital Murder News: হাসপাতালে ভয়ঙ্কর হত্যাকাণ্ড! নার্সিং ছাত্রীর গলা কেটে পালিয়ে গেল প্রেমিক, রক্তে ভাসল গোটা চত্বর!
Boyfriend Cut Throat of Lover in Hopsital: তরুণীকে খুন করার পর, অভিযুক্ত প্রেমিক ঘটনাস্থলেই আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়।

মধ্যপ্রদেশ: জেলা হাসপাতালে ১৮ বছর বয়সী এক নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোনে এই হৃদয়বিদারক ফুটেজটি তুলেছেন এক ব্যক্তি। মধ্যপ্রদেশের নরসিংহপুরে এক নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ মাত্র ১৮ বছর বয়সী তরুণীর এই ভয়ানক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, হাসপাতালে বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন ওই ছাত্রী। এমারজেন্সি ইউনিটের কাছে তাঁর প্রেমিক অভিষেক কোষ্টি তাঁকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। ভিডিওতে দেখা গেছে, ওই ছেলেটি প্রকাশ্য দিবালোকে ছাত্রীর গলা কেটে ফেলেছে। যদিও দাবি করা হচ্ছে, যে তখন অনেকে সেখানে থাকলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেনি।
তরুণীকে খুন করার পর, অভিযুক্ত প্রেমিক ঘটনাস্থলেই আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। আতঙ্কে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি হাসপাতালের এমারজেন্সি ইউনিটে ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত এবং মেয়েটি প্রেমিক-প্রেমিকা ছিল। দুই বছর ধরে তাঁরা সম্পর্কে। তবে ঘটনার মূল কারণ এখনও স্পষ্ট নয়। নরসিংহপুরের এসপি মৃগাখি ডেকা জানিয়েছেন, "অভিযুক্ত ব্যক্তিটি মেয়েটির প্রেমিক এবং দুজনেই প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিল। সে ঘটনাস্থলে প্রবেশ করে ছুরি দিয়ে মেয়েটির উপর আক্রমণ করে, যার ফলে ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়"।
ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশ হেফাজতে অভিষেক। ঘটনার ভিডিও ক্লিপ প্রমাণ হিসেবে কাজ করেছে। এর ভিত্তিতেই জেরা করা হয়েছে।






















