এক্সপ্লোর
প্রচণ্ড বৃষ্টিতেও ডিউটি দিচ্ছেন তামিলনাড়ুর এই পুলিশ কর্মী, ভিডিও ভাইরাল
আইপিএস অফিসার দীপাংশু কাবরা ভিডিওটি টুইট করে তাঁর কর্তব্যপরায়ণতার প্রশংসা করেছেন।

চেন্নাই: বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। তার মধ্যে ট্রাফিক সামলাচ্ছেন এক পুলিশ কর্মী। বৃষ্টি, বজ্রপাত কোনও কিছুই তাঁর কর্তব্যে বাধা সৃষ্টি করতে পারছে না। তামিলনাড়ুর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই কনস্টেবলের নাম মুথুরাজা, তামিলনাড়ুর থুটুকুড়ি এলাকার ট্রাফিক সামলান তিনি। ১৩ সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে, পরনে রেনকোট, মুথুরাজা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করছেন। লোকজন বৃষ্টির হাত থেকে বাঁচতে ছোটাছুটি করছে কিন্তু মুথুরাজা নির্বিকার। আইপিএস অফিসার দীপাংশু কাবরা ভিডিওটি টুইট করে তাঁর কর্তব্যপরায়ণতার প্রশংসা করেছেন।
থুটুকুড়ির পুলিশ সুপার জাভাকুমার ঘটনাস্থলে গিয়ে মুথুরাজার সঙ্গে দেখা করেছেন, পুরস্কৃতও করেছেন তাঁকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে, কর্তব্যে অবিচল এই পুলিশকর্মীর প্রশংসায় মুখর হয়েছেন নেটিজেনরা।तपती धूप, ठंड, बारिश हो या आंधी, हर मौसम फ़र्ज़ निभाती #Khaakhi. सोमवार को #TamilNadu के #Thoothukudi में तेज बारिश के बीच भी ड्यूटी पर अडिग रहकर कॉन्स्टेबल मुथुराजा ट्रैफिक संभाला एवं कर्तव्यपरायणता को अनोखी मिसाल कायम की.#IndiaSalutesYou. pic.twitter.com/Koyb1fax8x
— Dipanshu Kabra (@ipskabra) November 16, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















