Viral Video: তৃষ্ণার্ত হাতি, নিজেই টিউবওয়েল পাম্প করে জল খেয়ে মন জিতল কেন্দ্রীয় মন্ত্রকের
মানুষ যেভাবে টিউবওয়েলের হাতল পাম্প করে জল খেয়ে থাকে, সেই একই কায়দায় জল খেতে দেখা যায় হাতিটিকে।

নয়া দিল্লি: জল সংরক্ষণ নিয়ে দেশজুড়ে সচেতনতা জারি করা হয়ে থাকে। এবার এক নয়া উদ্যোগ নিয়েছে জলশক্তি মন্ত্রক। টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে তাঁরা, যেখানে দেখা যাচ্ছে একটি তৃষ্ণার্থ হাতি নিজেই টিউবওয়লের হাতল পাম্প করে জল খাচ্ছে।
সেই ভিডিওটি মুহুর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। মানুষ যেভাবে টিউবওয়েলের হাতল পাম্প করে জল খেয়ে থাকে, সেই একই কায়দায় জল খেতে দেখা যায় হাতিটিকে। জল শক্তি মন্ত্রকের তরফে বলা হয়েছে মানুষ জল নষ্ট করে বেশিরভাগ সময়। প্রাকৃতিক সম্পদ নষ্ট করা অনুচিত, সেই বার্তাই দিতে চেয়েছে মন্ত্রক।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে হাতিটি নিজের জন্য পর্যাপ্ত জল খাওয়ার পর থামছে। অযথা জল নষ্টের কোনও প্রচেষ্টা দেখা যায়নি। ভিডিওটি শেয়ার করে মন্ত্রক লিখেছে, এমনকি একটি হাতিও যদি জলের প্রতিটি ফোঁটার গুরুত্ব বোঝে, "তাহলে আমরা মানুষ কেন এই মূল্যবান সম্প্রদ নষ্ট করব?" জনগণকে হাতির কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে জল সংরক্ষণ শুরু করার আহ্বান জানিয়েছে মন্ত্রক।
জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জল সংরক্ষণের জন্য, “Sanchay Jal, Behtar Kal” একটি প্রচারাভিযানও চালু করেছিলেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার রমেশ পান্ডেও ভিডিওটি টুইট করেছেন। তিনি বলেছেন, "জল এবং প্রাণী দুটোই মূল্যবান, নিজেদের বেঁচে থাকার জন্য সংরক্ষণ করা উচিত।"
নেটিজেনরা হাতিটির যথেষ্ট প্রশংসা করার জন্য প্রশংসা করেছেন যে কতটা জল টানতে হবে তা হাতিটিও জানে। অনেকে এই ঘটনাকে হাতিটির অন্যন্য "প্রতিভা" বলেও অভিহিত করেছিলেন এবং জল নষ্ট করার জন্য মানুষের সমালোচনা করেন নেটমাধ্যমেই।





















