LIVE UPDATES: বিশাখাপত্তনমে এক ওষুধ সংস্থায় গ্যাস লিক করায় ১ শিশু সহ ৮ জনের মৃত্যু
এখনও পর্যন্ত ৮০০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ২৫০ পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত, পরিস্থিতিকে অনেকটাই নিয়ন্ত্রণে।
LIVE
![LIVE UPDATES: বিশাখাপত্তনমে এক ওষুধ সংস্থায় গ্যাস লিক করায় ১ শিশু সহ ৮ জনের মৃত্যু LIVE UPDATES: বিশাখাপত্তনমে এক ওষুধ সংস্থায় গ্যাস লিক করায় ১ শিশু সহ ৮ জনের মৃত্যু](https://cdn.abplive.com/LiveBlogImage/2020/05/8a61d2f0351569cb4a05dfa782315172.jpg)
Background
বিশাখাপত্তনম: অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে এক ওষুধ সংস্থায় গ্যাস লিক করায় ১ শিশু সহ ৮ জনের মৃত্যুর খবর এসেছে। ওই সংস্থার আশপাশের গ্রাম খালি করে দিয়েছে প্রশাসন। ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমার কোম্পানিতে ঘটেছে এই দুর্ঘটনা। অসুস্থ হয়ে পড়ে ১ শিশু সহ ৩ জন প্রাণ হারিয়েছেন। কোম্পানির ৩ কিলোমিটার দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চোখ জ্বালা করছে, দেখা দিয়েছে শ্বাসকষ্ট। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১,০০০ মানুষ, তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
গ্যাস লিকের কারণ এখনও জানা যায়নি।
বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১। এখনও পর্যন্ত ৮০০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ওই অঞ্চল থেকে প্রায় ২৫০ পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
ভাইজাগ গ্যাস লিক কাণ্ড: কীভাবে ঘটল এই ভয়ঙ্কর অঘটন, কী বললেন অন্ধ্রের মন্ত্রী?
![](https://vodcdn.abplive.in/2020/05/6169e2a75fd08c2b3b5974d6d6879005.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&imheight=628)
ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। অন্ধ্রপ্রদেশের ভাইজাগের কাছে গোপালপত্তনমে গভীর রাতে একটি কারখানা থেকে গ্যাস লিক। এখনও পর্যন্ত এক শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ভয়াবহ পরিস্থিতি। প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে গ্যাস। গ্যাস লিকের কারণে অনেক পশুপাখিরও মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে, রাস্তায় বিষাক্ত গ্যাসের প্রভাবে লুটিয়ে পড়তে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রেটার ভাইজাগ পুরসভার তরফে শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
ভাইজাগ গ্যাস লিক কাণ্ড: দোষীদের শাস্তি, আক্রান্তদের সাহায্যের দাবি সেলিমের
![](https://vodcdn.abplive.in/2020/05/396927660c45a2c28dd4599d00d9fe74.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&imheight=628)
ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। অন্ধ্রপ্রদেশের ভাইজাগের কাছে গোপালপত্তনমে গভীর রাতে একটি কারখানা থেকে গ্যাস লিক। এখনও পর্যন্ত এক শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ভয়াবহ পরিস্থিতি। প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে গ্যাস। গ্যাস লিকের কারণে অনেক পশুপাখিরও মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে, রাস্তায় বিষাক্ত গ্যাসের প্রভাবে লুটিয়ে পড়তে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রেটার ভাইজাগ পুরসভার তরফে শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
১৯৮৪-র ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফেরাল বিশাখাপত্তনম
![](https://vodcdn.abplive.in/2020/05/a198ad6c3ae89900f2e2850c0a4ca664.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&imheight=628)
১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়ে মধ্যপ্রদেশের ভোপালে মৃত্যু হয় মোট ৩,৭৮৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৫ লক্ষেরও বেশি মানুষ। সেই স্মৃতি উস্কে দিল বৃহস্পতিবারে বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনা। এই মুহূর্তে গ্যাস লিকের ঘটনায় মৃত ৮, আক্রান্ত ১০০০-রও বেশি মানুষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)