Kolkata News: রাতের শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, নিউ মার্কেট এলাকায় আক্রান্ত দুই ব্যবসায়ী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাতের শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য । নিউ মার্কেট এলাকায় দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ । অভিযোগ, শনিবার গভীর রাতে তাদের স্কুটার আটকায় দুষ্কৃতীরা । 'ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়' । একজন ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক । তোলাবাজদের টাকা না দেওয়াতেই হামলা, অভিযোগ পরিবারের । ভবানীপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২
'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক। এই হৃদয় বিদারক ঘটনা দেখিয়ে দিল, যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি', কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।'
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে FIR হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। সিন্ডিকেটের লড়াই বজবজে গুলি-বোমা, ধৃত বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াই! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ! বোমা-গুলির লড়াই, FIR-এ তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।


















