এক্সপ্লোর
Advertisement
২৩ তারিখ আসছে ভিভোর নয়া ফোন আইকু নিও ৩
ফটোগ্রাফির জন্য এর রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ।
কলকাতা: চিনের স্মার্টফোন নির্মাতা সংস্থা আইকু বাজারে আনছে আইকু নিও ৩। আইকু হল ভিভোর সাব ব্র্যান্ড কোম্পানি। জানা গিয়েছেন, ২৩ তারিখ মুক্তি পাবে এই স্মার্টফোন।
শোনা যাচ্ছে, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। এটি ৫জি স্মার্টফোন। কিছুদিন আগেই এই সংস্থা ভারতে এনেছে তাদের প্রথম ৫জি স্মার্টফোন আইকু ৩ ৫জি। ভিভো জানিয়েছে, নয়া স্মার্টফোনে রয়েছে ১০৮০পি ডিসপ্লে প্যানেল, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে মিড ওয়ে৯০ হার্টজও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এছাড়া থাকতে পারে ৪৮ এমপি ক্যামেরা সেটআপ।
আইকু ৩-তে ৬.৪৪ ইঞ্চির ই৩ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সঙ্গে এইচডিআর ১০ ও স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সাপোর্ট। এই ফোন অ্যান্ড্রয়েড ১০ বেসড আইকু ইউআই ১.০ অপারেটিং সিস্টেমে কাজ করবে। গ্রাফিক্সের জন্য রয়েছে অ্যাড্রিনো ৬৫০জিপিইউ।
ফটোগ্রাফির জন্য এর রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সল টেলিফটো লেন্স, ১৩ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গল লেন্স ও ২ মেগাপিক্সল ডেপথ সেন্সর। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement