Watch: UK পার্লামেন্টে গীতা হাতে শপথ খাঁটি ব্রিটিশ সাংসদের! অন্য হাতে কী ছিল জানেন?
UK MP With taking Oath with Bhagavad Gita: তিনি হিন্দু নন, কিন্তু শপথগ্রহণের সময় গীতা হাতেই শপথ নিলেন ব্রিটেনের কনজারভেটিভ এমপি।
কলকাতা: ভাগবত গীতা (srimad bhagavad gita) হাতে সাংসদ পদে শপথ। না এটা ভারতের সংসদের কোনও ঘটনা নয়। এটা ব্রিটিশ পার্লামেন্টের ঘটনা। আর যিনি গীতা হাতে শপথ নিলেন, তিনি কোনও ভারতীয় বংশোদ্ভুত হিন্দু ধর্মাবলম্বী নয়। খাঁটি ব্রিটিশ এবং খ্রিস্ট ধর্মাবলম্বী। ব্রিটিশ পার্লামেন্টে ভাগবত গীতা হাতে শপথ নেওয়ার পরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান (bob blackman)।
যদিও শপথ নেওয়ার সময় তাঁর হাতে শুধুমাত্র গীতা ছিল এমন নয়, সঙ্গে ছিল বাইবেলও (King James Bible)।
কনজারভেটিভরা এবার মসনদ হারিয়েছে। ধস নেমেছে তাঁদের সমর্থনে। এই সময়েও নিজের আসন থেকে জমিতেছেন কনজারভেটিভ নেতা বব ব্ল্যাকম্যন। সদ্য সমাপ্ত নির্বাচনে হ্যারো ইস্ট বা Harrow East Constituency থেকে এবারও জিতেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভুত না হয়ে, হিন্দু ধর্মাবলম্বী না হয়েও ভাগবত গীত হাতে শপথগ্রহণ করার তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
যদিও এবারই প্রথম গীতা হাতে বব ব্ল্যাকম্যান শপথ নিলেন এমনটা নয়, এর আগে ২০১৯ সালে জয়ের পরেও গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, Harrow East আসনটি- যেখান থেকে তিনি জেতেন। সেই এলাকায় ভাল সংখ্যক ভোটার রয়েছেন যাঁরা ধর্মে হিন্দু। ফলে তাঁদের কথা মাথায় রেখেই বব ব্ল্যাকম্যান এমনটা করেন- এই ভাবনাও উঠে আসছে।
শপথগ্রপণের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় X হ্যান্ডেলে শেয়ার করেছেন বব ব্ল্যাকম্যান। সেখানে লিখেছেন, 'নির্বাচনে জিতে সংসদে ফিরে কিং জেমসের বাইবেল ধরে রাজা চার্লসের নামে এবং ভাগবত গীতার নামে শপথগ্রহণ অত্যন্ত গর্বের বিষয়।'
Proud to have taken my oath of allegiance to HM King Charles on the King James Bible and the Gita as we return to Parliament after the General Election pic.twitter.com/6GeOrbB8Ha
— Bob Blackman (@BobBlackman) July 10, 2024
সম্প্রতি একটি উল্লেখযোগ্য কমিটিতে রয়েছেন বব ব্ল্যাকম্যান। ঋষি সুনকের (Rishi Sunak) পরে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কে দেবে, সেটাই বাছবে ওই কমিটি। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে শোচনীয় ভাবে পরাস্ত হয়েছে কনজারভেটিভ পার্টি। মোট ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি যেখানে ৪১১টি আসন পেয়েছে, সেখানে কনজারভেটিভ পার্টির কাছে এসেছে মাত্র ১২১ টি আসন। ঋষি সুনককে সরিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বসেছেন Keir Starmer.
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।