(Source: ECI/ABP News/ABP Majha)
Laxmi Devi Ashirvad: বারবার আর্থিক টানাপড়েন? হাতে কিছুতেই টাকা আসছে না? এটা করলেই ফিরবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ
Vastu Tips:শোওয়ার ঘরে রাখবেন না এসব জিনিস! দরজা থেকে ফিরে যাবেন লক্ষ্মী, গ্রাস করবে দারিদ্র্য
কলকাতা: বাড়িতে আমরা অনেকটা সময় কাটাই শোওয়ার ঘরে বা বেডরুমে (Vastu Shashtra)। ভাল ঘুম যেমন স্বাস্থ্যের জন্য প্রয়োজন। তেমনই ভাল করে গোছানো বেডরুমও বাড়ির শান্তির জন্য় প্রয়োজন, এমনটাই বলে বাস্তুশাস্ত্র। বাড়িতে শোওয়ার ঘর ঠিক কী রকম রাখা উচিত? কোন কোন দিকে খেয়াল রাখা উচিত, সেদিকে মনোযোগ দিতেই হবে। কারণ যদি কোনওরকম ভুল হয় তাহলে তার প্রভাব হয় মারাত্মক। ভুলের কারণে শুধু পরিবারে ঝগড়া হয় এমনটাই নয়, আর্থিক সঙ্কটও শুরু হয়।
বাস্তুশাস্ত্র (Vastu Tips) অনুযায়ী, এমন কিছু কাজ আছে যা ভুল করেও শোওয়ার ঘরে রাখা উচিত নয়। তাহলে রাতের ঘুম নষ্ট তো হবেই, দিনের শান্তিও হারিয়ে যাবে। বেডরুমের বাস্তু সংক্রান্ত কোনও গণ্ডগোল হলে প্রভাব পড়ে পেশাগত জীবনেও। লক্ষ্মীদেবীর দৃষ্টি চলে যায়, যার কারণে ধাক্কা খায় আয়। শুরু হয় আর্থিক সঙ্কট। জীবনসংগ্রাম শুরু হতে পারে, টাকা থাকবে না হাতে। রাতে ঘুমনোর আগে শোওয়ার ঘর থেকে কোন জিনিসগুলো সরিয়ে ফেলা উচিত।
শোবার ঘরে কী কী রাখা উচিত নয়?
জুতো বা চপ্পল:
বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোওয়ার ঘরে কখনই ধুলোবালি লাগা বা নোংরা লাগা জুতো খুলে রাখা উচিত নয়। এতে ঘরের শান্তি নষ্ট হয়। নেতিবাচক শক্তি তৈরি হয় ওই ঘরে। সেখানে থাকা ব্যক্তিদের মানসিক চাপ তৈরি হয়। বাড়িতে লক্ষ্মীদেবী থাকতে চান না।
ঝাড়ু রাখা যাবে না:
ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। শোওয়ার ঘরে ঝাড়ু রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়তে পারে। ঘরে লক্ষ্মীদেবীর আশীর্বাদ চলে যায়। পরিবারের সদস্যের মধ্যে বাঁধন কমতে থাকে।
ফাঁকা পাত্র বা গ্লাস:
সাধারণত চা-কফি খাওয়ার পর অনেকে বেডরুমে ফাঁকা কাপ রেখে দেন। এটা একেবারেই করা যাবে না। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিকার করা না হলে ওই ব্যক্তি দারিদ্র্যের দ্বারপ্রান্তে চলে আসে। দ্বন্দ্ব বাড়তে থাকে।
ভুল করেও এমন করা যাবে না:
শোওয়ার ঘরে ময়লা কাপড়, জুতো, ঝাড়ুর মতো জিনিস কখনই রাখা উচিত নয়। খেয়াল রাখতে হবে বিছানার নীচে যাতে কোনও আবর্জনা না থাকে, এর ফলে দুর্ভাগ্য বাড়তে শুরু করে। দোরগোড়ায় আসা লক্ষ্মী দেবী ফিরে যান। উন্নতির পথ বাধাগ্রস্ত হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নারী হিসেবে নিয়োগ, পরিচয় চান পুরুষের! IRS অফিসারের নাম-লিঙ্গ বদলের আবেদনে সাড়া মন্ত্রকের
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ABPLive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।